Posts

ফকিরনামা- (পর্ব-২)

ফকিরনামা- (পর্ব-২) অামার এক অাত্বীয়র পাশের বাড়িতে এক দিনমজুর ছিল। ছেলেমেয়ের সংখ্যা ছিল ৫/৬ জন। দিনমজুরি করে যা রোজগার করতো তাতে প্রতিদিনের  অাহার জুটতোনা। ঘরে ছিল তার বৃদ্ধ মা।তাকেও ঠিকমত খেতে দিতে পারতোনা। লোকটি হঠাৎ করেই কোন এক অসুখে পরে দুচোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। পরিবারের ছোট ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দেবার মত অারকোন পথ না থাকায় সে ভিক্ষা করা শুরু করে। প্রতিদিনই কোন এক ছেলেকে সাথে নিয়ে তিনি সকাল বেলায় বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে ভিক্ষা করা শুরু করেন। এতে তার রোজগার বেশ ভাল হতে থাকে। ভাঙ্গা ছনের ঘর ১ বছরের মাথায় টিনের ঘরে রুপ নেয়। ছেলেমেয়েরা অার না খেয়েও থাকেনা। ২/৩ বছর পর তিনি মাঠে একটি ডিজেল চালিত সেচ পাম্পও বসালে। ফলাফল- অতি শীঘ্রই তিনি স্বচ্ছল গৃহস্থে পরিণত হন। শুধু তাই না,শরীর স্বাস্থ্য ভাল অার গলার অাওয়াজ বেশি থাকায় শীঘ্রই নিজ এলাকার সমস্ত ফকিরের সর্দার হয়ে যান! অর্থাাৎ, কোন ফকির কোন এলাকায় ভিক্ষা করবে,কোন এলাকার দাওয়াতে কে কে যাবে,হাটবারে কে কোন যায়গায় বসবে সবই তারর সিদ্ধান্ত অনুযায়ী হতো! অামার অাত্বীয় যিনি সম্পর্কে অামার তালই হন, সে একদিন জিজ্ঞেস করলো,"কলিম(ছদ্দ...

ফকিরনামা- (পর্ব-১)

অামাদের দেশে গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে ফকির মানে ভিক্ষুক দেখা যায়না এমন যায়গা নাই বললেই চলে। এদের কেউ পেটের দায়ে নিতান্ত অসহায় হয়ে ভিক্ষা করে,কেউ শারীরিক সক্ষমতা থাকা স্বত্বেও সহজ পেশা ভেবে ভিক্ষা করে অাবার কেউ ভিক্ষার মাধ্যমে স্বচ্ছলতা অাসার পরও অায়ের সহজ উৎস ভেবে নেশায় পড়ে ভিক্ষা করে। অামার এই ফকিরনামা নিতান্ত যারা পেটের দায়ে ভিক্ষা করে তাদেরকে নিয়ে নয়। বরং যারা নেশা বা সহজ অায়ের উৎস ভেবে ভিক্ষা করে তাদেরকে নিয়ে।  যদিও বেশ কয়েকটি জেলাকে ভিক্ষুকমুক্ত করার মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। তবে তা কতটা বাস্তবতায়ন হয়েছে, যেকোন মার্কেট বা বাসস্ট্যান্ড- এ মিনিট পাঁচেক দাড়ালেই বোঝা যায়। যাইহোক,যারা শখের বশে ভিক্ষা করে তারা অনেকেই বেশ মজার চরিত্রের হয়। এসব ফকিরেরা বেশ রসিক হয়,এবং এদের কথাবার্তায় বেশ বিনোদনের খোড়াক থাকে।তাদেরই দু'চারটি মজার এবং বাস্তব ঘটনা এই ফকিরনামা-তে পর্বে পর্বে প্রকাশ করব। এক নতুন ফকির না জেনে অারেক ফকিরের বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে বলছে-" দেইনগো চাচীরা এক মুঠ ভিক্ষা দেইন।" নতুন ফকিরের ভিক্ষা চাওয়ার কথা শুনে বাড়িতে থাকা ফকিরের বউ অবাক হয়...

দুর

-মো: নাজমুল  হক অামি তোমায় ভালবাসি লক্ষ তারার মত, অালো অাঁধার যতই থাকুক জ্বলব অবিরত। ফুল দেখিনা দেখি তোমায় ফুলের প্রতিরুপ, তোমার মাঝেই হাসি ভাসি তোমাতেই দেই ডুব। তোমার হাসি দেখে হাসি কাঁদতে দেখলে কাঁদি, যতই কর অভিমান তাই মনটা সদাই সাধি। সকাল দুপুর সন্ধ্যা নিশি তোমায় বিভোর রই, কখন তুমি ভাবনাতে নাই পাইনা খুঁজে থই। চৈত্র শ্রাবণ বর্ষা প্লাবন যতই অাসুক ঢেউ, তুমি অামি মিশে রব জানবেনাতো কেউ। ভুবন চলে অাপন তালে সময় বয়ে যায়, তুমি অামি তাকিয়ে দেখি দাড়িয়ে থাকি ঠায়। তোমার অামার জীবন বীণায় বাজুক না যেই সুর, দুরে থেকেও কাছে রব যাবোনা কেউ দুর। ১৪.৩.১৯

নাভিশ্বাস

- মো: নাজমুল  হক বাড়ছে বয়স বাড়ছে পেট ঘরে বাইরে ক্যাট ক্যাট ডাক্তার বলে বাড়ছে ফ্যাট ভাল্লাগেনা অার, কলিগরা কয় হইছে কী পান্তা ভাতে খাবেন ঘি করবেনা কেউ ছি: ছি: বলবে শুধু ছিঁড়ছে মাথায় তার। চৈত্র শ্রাবণ একই ভাব চিল্লাইয়া অার নাই লাভ জুটবে শুধুই অভিশাপ ঢোলের তালে মেলাই শুধু বোল, শুনি "তাঁদের" ফিসফিস হাত পা করে নিশপিশ উচিৎ বললে ঢালবে বিষ মোর নাভিশ্বাস কারও তরে অানন্দহিল্লোল। ০৭.৩.১৯   Funny

Kylie Jenner

Kylie Jenner ------------------------ Kylie Kristen Jenner -an American television personality,model, entrepreneur and socialite. She was born 10 August, in 1997.Her birth place is Los Angeles,of California in USA.Her famous television reality series "Life of Kilie".The eight-part half -hour series premiered on August 6,2017 on the E cable network.The Series ended on September 17,2017.This series brings a lot of kudos for her.Kylie  Jenner is now the youngest self- made billionaire in the world. https://m.dhgate.com/wholesale/weddings-events/c002.html

অার নয়

-মো: নাজমুল হক অার নয় হাহাকার অার নয় হাহুতাশ কোন অমানুষের জন্য, অার নয় সাধাসাধি অার নয় পিছুটান মনকে ভাবে যে পন্য। অামার সকল কাজ ভেবে গেছো নির্লাজ মুল্য দাওনি কোনদিন, তবুও থ...

বোকার নম্বর

-মো: নাজমুল  হক বোকা নম্বর এক যে ছোট হয়ে বড়-র সাথে দেয় ঠ্যাক। বোকা নম্বর দুই যার খায়েশ মিটেনা কিনে ভুঁই। বোকা নম্বর তিন যে বড় হয়ে ছোট-র সাথে করে ঋণ। বোকা নম্বর চাইর যে পরের উপকার করতে খায় মাইর। বোকা নম্বর পাঁচ যে ভাগের পুকুরে জিয়ায় মাছ। বোকা নম্বর ছয় যে গোপন কথা পরের কাছে কয়। বোকা নম্বর সাত যে রাগ করে না খায় ভাত। বোকা নম্বর অাট যে ঘরের চাল ফুটো রেখে কিনে খাট। বোকা নম্বর নয় যে গোপন কথা বউয়ের কাছে কয়। বোকা নম্বর দশ যার কথায় নাই রস কস। বোকার নম্বর অারও অাছে সেগুলো বলব শুধু অামার মত বোকার কাছে। (অাংশিক সংগৃহীত কোন এক ক্যাভাসারের কাছ থেকে) ২১.০২.১৯

Grace Beverly Jones

Grace Beverly Jones, a jamaican-American Singer. She is a steriophonic talented lady in the delectation world.She is at a time a supermodel,singer,song writter,record producer and actress. She was born in Spanish town of the Jamaica.Her date of birth 19 May,1948.She came to America from Jamaica when she was 13. Her most famous album is Nightclubbing,Slave to the Rythm,Warm Leatherette, Hurricane,Living My Life.Her only one son Paulo Goude.Spouse Chris Stanely (1989-1991) and Atila Altaunbey(1996-2004). https://m.dhgate.com/wholesale/weddings-events/c002.html

Out looking is not everything.

........... There was Pundit in the village. He was well-versed in all Scriptures. He knew everything, but, he was poor. He did not have a house. He used to get his meals also with great difficulties. Even his clothes were very much worn out. So, the Pundit used to beg for his meals. He went from House-to-House begging. “Please give me alms”. On seeing his old clothes many people were thinking that he is mad. So, saying “Go Away” they shut the door. For many days he did not even eaten. Once somehow he obtained new clothes. A rich man gave those clothes to the Pundit. Wearing those new clothes he went to beg as before. To the very first house he went, the householder said, “Sir, please come in. Please have your food in our house”. Saying thus, with great respect, he took the Pundit inside for food. The Pundit sat down to eat. Varieties of soups, Sweet meals, Vedas, and Sweet foods were served for eating. Having prayed first, the Pundit took a sweetmeat with his hand and began ...

তোমার বসন্ত

-মো: নাজমুল  হক তোমার যখন বসন্ত বাহার অামার শ্রাবণ ধারা, তবু বিচরণ তোমার অাকাশে চলেনা তোমায় ছাড়া। হাসাবে বলে কাঁদাও বারবার ধরতে গেলেও ছাড়ো, বুঝিনা এমন নিঠুর খেলা কিভাবে তুমি পারো! তোমার এখন মধুর সময় চলছে ফাগুন মাস, অামার শুধুই ঝড় ঝঞ্ঝা চলছে সর্বনাশ। ভাল থাকো তুমি প্রতিটাক্ষণ অামার চেয়ে ভালো, অামার থাকুক অাঁধার রাত্রি তোমার থাকুক অালো। ২৮.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

ডাকি

-মো: নাজমুল হক সাধ ছিল বড়ই হব সুখী সুখ হলোনা অামার মুখী তাই চলে যাই দুরে, বিষাদ বর্ণে শব্দ লিখি সব হারিয়ে অল্প শিখি দুঃখের অাবাদ বুকের জমিন জুড়ে। দিবানিশি সুখের পিছে ছুটে চলা হয়যে মিছে নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে, জানিনা সুখ কোথায় কিসে সুখের স্বাদটা মিটাই বিষে বুঝিনা এই ঘানি টানার মানে। সুখে ভরা সবার ভুবন হয়নাতো কেউ দুঃখে সুজন, ভাঙ্গা বৈঠায় বেয়ে জীবনতরী, সুখের অাশা দেখি যখন সকল বাজি ধরি তখন সেথাও জোটে দুঃখ দু'হাত ভরি। বুকের মাঝে দেই যারে ঠাঁই সুযোগ বুঝে সেও বলে যাই নিঃস্ব হয়ে একাই পড়ে থাকি, অবুঝ এ মন তাও বলে চাই সু খ ছাড়া মোর নাই গতি নাই বেহায়ার মত তবুও পিছু ডাকি। ১৫.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

নিঃশব্দে

-মো: নাজমুল হক শুণ্যে বেঁধেছিলাম ঘর তাই হলো সে পর, হাজারো ভাঙ্গা স্বপ্ন নিয়ে ঘুরব জনম ভর। কখনো মেঘ কখনো বৃষ্টি সৃষ্টির চেষ্টায় হলো অনাসৃষ্টি, বিষাদে ডুবলো বিশ্বাসের তরী ভাংলো তাসের ঘর। বাঁচতে হাসি বাঁচতে কাঁদি অার নয় মনের সাধাসাধি, খড়কুটোর মত ভেসে রব নাহয় অাসলে জ্বলোচ্ছ্বাস ঝড়। হাসবে সে অাজ বাঁকা হাসি বিশ্বাসে গলায় দিয়ে ফাঁসি, নিঃশব্দে ঝরে যাব পাতার মত জানবেনা বিশ্বচরাচর। ১২.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

জব্দ

-মো: নাজমুল হক অামার এই লেখা পড়া হবেনা তোরতো কোনদিন, নিয়তির জালে অাটকে অনল গিলেছি সীমাহীন। দিন মাস করে বছর যাবে তুই ভাসবি সুখের নায়, অামি ভাসব লোনাজলে নাহয় তোর তাতে কী  অাসে যায়! বনের প্রাণীকেও লালন করলে পোষ মানে কোনদিন, তুই মানলিনা কোনকিছুতে সব যে মোর শ্রীহীন। ভাবিস যদি জুটে ফুসরৎ তোর সুখের মাঝে কভু, যা করেছিস তা কোনদিন ক্ষমা করবেনি প্রভু! গগন বিদারী চিৎকার দিয়ে হয়ে গেলাম অাজ স্তব্ধ, স্বার্থকতা দিলাম তোর অভিপ্রায়ের অামাকে করার জব্দ। ১১.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

বহুদূর

- মো : নাজমুল হক তোমার বসন্ত বেলায় অামি হবোনা শ্রাবণ মেঘ, টুটি চেপে ধরে রব অবুঝ সব অাবেগ। তোমার সুখের অঙ্গনে হবোনা পুরাণো স্মৃতির ময়লা, বুকের মাঝে বয়ে বেড়াবো গনগনে লাল কয়লা! হাসবে তুমি হাসতে যেমন ফুলের মত করে, অামি বকব অাবোল তাবোল ঘোরে অার বেঘোরে। চাঁদের হাটে পুর্ণিমার চাঁদ হয়ে রবে তুমি, ভাববে অামায় ছিলাম শুধু শুণ্য মরুভুমি। অাকাশ পাতাল ফুঁড়ে পৌছবে তোমার সুখের নহর, ভাববে অামার সবই ছিল তোমার জন্য কহর! গ্রহ নক্ষত্রের কোণায় কোণায় ছড়াক তোমার সুখ সুর, অামি অপাংক্তেয় গেলাম নাহয় দূর থেকেই বহুদূর! ২৬.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

খোদার খাসি

-মো: নাজমুল হক মুখে রাখবি তালা মেরে কথা বলবি কম, দেখবি সবই মুখ হা করে শুনবিনা একদম! পাল ওড়াবি বাতাস যেদিক মন যা বলে বলুক, জোরেসোরে মারবি তালি চলছে যেমন চলুক! বেকুব বিবেক কভু যদি করে খোচাখুচি, বিবেকটাকে থাপড়ে দিয়ে নিজেই হবি শুচি! সবাই যদি হাসে দেখিস তুইও মেলিস দাঁত, মিলতে পারে পোলাও কোর্মা পাসনা যেথায় ভাত! পাপের তরে কর্ম যেথায় ধর্ম বলে -"অাসি', ছেড়ে দে মন বিবেক ছাড়া ভাব তুই খোদার খাসি! ১৭.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

নিরব স্ত্রী

এক ভদ্রলোকঃ আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই। আইনজীবীঃ কারণ কী? ভদ্রলোকঃ আমার বউ আমার সঙ্গে গত ছয় মাস কোনো কথা বলেনি। আইনজীবীঃ ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন। এ রকম নীরব স্ত্রী কিন্তু খুব একটা সহজে পাওয়া যায় না!

ভক্ত

Image
-মো: নাজমুল হক যাকে নিয়েই বাঁধি বিশ্বাসের ঘর ভেঙ্গে হয়ে যায় সারা, কাকে অামি করব দায়ী, নিজের নিয়তি ছাড়া? অাপন ভেবে দিন মাস বছর লালন করি বুকে যাকে, সেও ডানা মেলে নতুন দিগন্তে নতুন কোন সুখের ডাকে। অামার মত অামি ঝরে যাই ঝড়া পাতার মত করে, ভুল করে শুধু স্মৃতি ধরে রাখি অসার শুন্যতার ঘোরে। ছোট্র মনের হাজার অাকুতি মাথাকুূটে মরে একা, শতবার করি বিশ্বাস যাকে সে দেয় লাঞ্চনা ধোকা। নাইতো চাওয়া কারো কাছে পাওয়ার অাশাও শেষ, যাচ্ছে জীবন যখন যেমন এটাইতো অাজ বেশ। সুখের অাশায় গলা ফাটিয়ে নিত্য ঝরাই রক্ত, অামি নাহয় হয়ে গেলাম দুঃখ তোমার ভক্ত! ০৩.০১.২০১৮

ভুল

সাপ্তাহিক বেতনের দিন। চেক পেয়ে কর্মচারী চিৎকার দিয়ে উঠল। : আমাকে কম টাকা দেওয়া হল কেন? : গত সপ্তাহে ভুলে তোমাকে বেশি টাকা দিয়েছিলাম। তখন তো কিছু বল নি। : একটা ভুল নাহয় হয়ে গ...

উৎসর্গ

Image
-- মো: নাজমুল হ অাজ এ দিনে এসেছো তুমি এ ধরণীতলে, ফুল পাখিরা হাসছে বুঝি সেদিন দলে দলে! রাতের অাকাশ ছিল বুঝি তারায় তারায় ভরা, বুড়ো দাদু কাটছিল বুঝি মনের মত ছড়া! মৃদুমন্দ হাওয়ায় বুঝি ছিল পাতায় দোল, ঘরে তোমার ছিল বুঝি অানন্দ হিল্লোল! দুর্বা ঘাসের ডগায় বুঝি মুক্তোদানার মত, তোমার ললাট ভেবে শিশির ঝরছে অবিরত! পুর্ণিমার চাঁদ ছিল বুঝি তোমার চেয়ে ম্লান, গোলাপ জলে করিয়েছিল হয়তো তোমায় স্নান! তোমার এ দিন অাসুক ফিরে হাজার বছর মাস, মহাসুখে থাকো তুমি এ মোর অভিলাষ! তোমার তুল্য দেবার মত নাই মোর কোন অর্ঘ্য, ছিল কিছু শব্দমালা, তাই করলাম উৎসর্গ! ১২.১২.১৮

জীবনের পথে

Image
-মোঃ নাজমুল হক যদি থাকো দুরে মন শুধু পুড়ে ধোঁয়াতো দেখেনা কেউ, অাছড়ে অাছড়ে পড়ে হৃদয়ের তীর জুড়ে শুধু বেদনার ঢেউ। নাই নাই করে তোমায় থাকি ধরে হারাবার ভয় বুকে চেপে, যেওনা কভু সরে কাছ থেকে দুরে পাশে থেকো দুরত্ব না মেপে। দেখে তোমার হাসি স্বর্গ সুখে ভাসি যেন কল্পনার রঙ্গিন রথে, তুমি হীনা বনবাসী দুঃখ জরা রাশি রাশি তোমায় নিয়ে চলি জীবনের পথে। ১০.১২.১৮

মিথ্যাবাদী

প্রতিদিন অফিসে দেরি করে আসে জোনস আর এসেই একটা না একটা অজুহাত দিয়ে পার পেয়ে যায়। একদিন তার বস প্রচন্ড রেগে গেল। সে ঘোসণা দিল-জোনস আমি অনেক সহ্য করেছি, আর না। আজকে তোমাকে বলতে হবে কেন তুমি দেরি করে এসেছ আর আজও যদি তুমি কোনো মিথ্যা বলার চেষ্টা কর তবে আজই তোমার চাকরির শেষ দিন। জোনস জলদি বলা শুরু করল- : আজ সকালে সব কিছুই কেমন জট পেকে যাচ্ছিল স্যার … আমি ড্রাইভিং জানি না, আমার স্ত্রীই আমাকে রোজ অফিসে নামিয়ে দিয়ে যায়, কিন্তু আজ সে উঠতে দেরি করল, আমি নিচে অপেক্ষা করছিলাম দশ মিনিট পর সে যখন রেডি হয়ে গ্যারেজে গেল তখন দেখল পেছনের চাকা পাংচার হয়ে গেছে। আমি বাধ্য হয়ে বাস ধরলাম কিন্তু পথে হঠাৎ কোথা থেকে গডজিলা এসে উপস্থিত। সে আমাদের বাস উল্টে দিল। ভাগ্যিস তার পাশেই ছিল এয়ারপোর্ট। আমি দৌড়ে একটি জেট বিমান ধরলাম। কিন্তু মাঝ আকাশে গিয়ে সেটার ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন সুপারম্যান এসে আমাদের উড়িয়ে নিয়ে চলতে লাগল … এতটুকু যেতেই প্রচন্ড রাগে ফেটে পড়লেন বস- ‘মিথ্যাবাদী। বেরিয়ে যাও আমার অফিস থেকে … মহিলারা কখনো দশ মিনিটে রেডি হতে পাররে!!"

বিবাহিত হবার সুফল

এক অফিসের বস কেবল বিবাহিত লোকদেরই নিয়োগ দেন। একদিন তাঁর বউ তাঁকে জিজ্ঞেস করল, ‘তুমি কেবল বিবাহিতদেরই নিয়োগ দাও কেন?’ স্বামী বললেন, ‘কারণ তারা সহজে বাসায় যেতে চায় না, ধমক সহ্য করে আর মুখ বন্ধ রাখতে জানে।’

মহাবীর

Image
- মো: নাজমুল হক মাছ বাজারে মাছ অাছে মাছির শুধু ঘাটতি, ফরমালিনে চকচকে মাছ তারযে বেজায় কাটতি! বাড়িতে নয় মুরগী পালন ফার্মে চলে ব্যাপক চাষ, ব্রয়লার লেয়ার খেয়েই কাটে দিব্যি সবার বারো মাস। ফল দোকানের চকচকে ফল মুচকি হেসে কয় নে'খা, দুদিন পর পর হসপিটালে যেমন যাচ্ছিস তেমনি যা! চাল ডাল অার তেল লবণে খরচ হয় অার কয় ট্যাকা, নিত্য দিনই ওষুধ কিনতে ফার্মেসিতে যায় দেখা! প্রতিদিনই ঘটতেছে যা ক্যামনে তা দুর্ঘটনা? সড়কে যে লাশের মিছিল সবটা গুজব রটনা! নীতিবাগীশ  রাজা উজির নীতি কথার নাই দেয়াল, পঙ্খীরাজের পিঠেতো নয় মাছের পিঠেই দেই উড়াল। কল্পনাতে সুখেরর পায়রা সবাই উড়ায় দেদারছে, লাগাম টেনে ধরবে এটার "মহাবীর"এমন কে অাছে? ২৪.১১.১৮

অপরাধ

Image
-মো: নাজমুল হক এক জনমের দুর্ভাগ্য যত কিছু নিয়তির কিছু ভুল, প্রতিনিয়ত শোধ করতে হয় সেই ভুলের মাশুল। পেয়েছি যা ভুল করে তা চেয়েছি যা তা নয়, নিয়তির লেখা কোনভাবেই করা গেলনা ক্ষয়। ...

বাঁশির সুর

Image
- মো: নাজমুল হক 'হ্যামিলনের বাঁশিওয়ালা' এলো অাবার ফিরে, ছেলে বুড়ো সবাই নাচছে শুধুই তাকে ঘিরে। এবার সেতো ভিন্ন 'সুরে' বাজায় বাঁশের বাঁশি, 'সুরের' ছন্দে অামরা সবাই দাঁত কেলিয়ে হ...

To you

Image
I pray for you, as if you wear a Crown, You may leave me but I will'nt show frown. With a new joyful world you may tempted, But my straight love to you never distracted. I stay with you both in dark and light, You are unable to stay out of my sight. If you found better happiness except me, In that day I will look at a glance only thee. Rest of the life you will bedew with my wishes, In sleep and dream I think only your face. Where ever you go must come back naturally, Thus I retention you in life cumber eventually. 26.10.18

তন্ত্র

Image
-মো: নাজমুল হক "জন্মদিনের ড্রেস" পইরা বাইছি কলা গাছ, পুটি মাছের খাবার দিয়া ধরছি বোয়াল মাছ। দেখবা শুনবা বুঝবা সবই করবা বলো কী? সারা জীবন খাইয়ে যাব পান্তাভাতে ঘি! নাটের গুরু বল...

ফিরে যাই

Image
জীবনের যত না মেলা অংক রেখে গেলাম তােমার কাছে, পারলে মিলিও শুণ্যতা মোর- মিলিও -অার যা অাছে। সত্যের পাথরে কথার মালা ভুল বুঝে গেলে সব, নিভৃতে থাকি তবুও শুনি স্মৃতিদের কলরব। অ...

এক'পা দু'পা করে হাটি

Image
মো: নাজমুল হক অামিতো নরাধম ফেলছি কদম চলছি নিরাশার পানে, চকিতে দাড়াই কোন অাশা ছাড়াই শুনে কারও সুর গানে। ভুল সবই বুঝি তবুও খুঁজি পিছু ডাকে নাকি কেউ, হঠাৎ চেয়ে দেখি সত্যিই এক...

সুখের অাশায়

Image
-মো: নাজমুল হক সুখের অাশায় ঘুরলাম অামি কত অলিগলি, সুখের অাশায় কত সময় দিলাম জলাঞ্জলি। সুখের অাশায় থেকে থেকে হলাম কাষ্ঠ হৃদয়, সুখের অাশায় ভিতর বাহির করলাম শুধু ক্ষয়। সুখের অাশায় যে ডালে বসি দেখি সেথা কাঁটা, সুখের অাশায় ধরার বুকে নিত্য মিছে হাটা। সুখের অাশায় বেচে থাকি মরার অপেক্ষায়, সুখের অাশায় অগ্নিপানে নিত্য এ মন ধায়। সুখের অাশা ত্যাগ করলাম হলাম বনবাসী, সুখের অাশায় দেখবোনা অার কারও বাঁকা হাসি। ১৩.৯.১৮

ভাবিসনা

Image
মিলিয়ে দেখলাম সত্যি অামি নইতো কেউই তোর, খুজে নিয়েছিস নতুন ভুবন নিত্য নতুন ভোর। খোলা অাকাশে ছেড়ে দিলাম উড়িস মেলে ডানা, তোকে চিনতে ভুল ছিল মোর ছিলামযে দিনকানা! সাঁতার কাট...

জুয়ারী

Image
-মো: নাজমুল  হক বাজি ধরেছিলাম বিশ্বাস নিয়ে গো হারা হেরে গেছে তা, বাজি ধরেছিলাম স্বপ্ন নিয়ে ভেঙ্গে গেছে নিয়ে -ছিল যা। বুকফাটা এক বিদীর্ণ হাহাকার অাকাশ ছাপিয়ে উড়ে, তাঁকে কাছে রাখার সকল চেষ্টা অারও বেশি নিল তাঁরে দুরে। অার নাই কোন শব্দের মালা অার নাই লেনাদেনা, বহু কষ্টের মাশুল দিয়ে হয়ে গেছে তাঁরে চেনা। এবার শুধুই মেঘলা অাকাশ না ঝরা অশ্রুজল, অনেক দেরিতে ধরা পড়ল সবই ছিল তাঁর ছল। ফিরব এবার মরুদ্যানে ফিরব শুণ্য বাড়ি, মানুষের কাছে হেরে গিয়ে অামি হলাম অাজ জুয়ারী। ০৭.৯.১৮

শেষ

Image
-মো: নাজমুল হক প্রকৃতির ঝড় ভাঙ্গে বাঁধা ঘর মনের ঝড় দেখেনা কভু কেউ, শত অব্যক্ত ব্যথা জেনে -বুঝে সব কথা না বোঝার ভান করে চলে যায় সেও। মুখে দেখে হাসি শুনে পাতার বাঁশি ভাবে -ভাল অা...

চলো

চলো ---------- চলো হে পথিক -একা একা দিগন্ত রেখা ধরে, ঝরে পড়ুক সব চাওয়া পাওয়া শুকনো পাতার মত করে। যা ছিল তোমার বড়ই সস্তা মিলেনি এতটুকু দাম, নিয়তির দেয়া শত লাঞ্ছনা করে চল প্রণাম। নরম ক...

তুই

Image
তুই অামার সর্ষে ইলিশ অামন ধানের মুড়ি, মাঝ অাকাশে বহু রঙ্গের লাটাই বাঁধা ঘুড়ি। তোকে নিয়েই জীবন তীরে কুড়াই প্রেমের নুড়ি, ভাবিস না তুই ছাড়ব তোকে হয়ে গেলে বুড়ি। তুই...

দড়ি চুরি

জেলখানায় সদ্য কয়েদিকে জেলার জিজ্ঞেস করলেন, কী অপরাধে তুমি এখানে এসেছ? - এক টুকরো, ধরুন এই হাত চারেকের মতো দড়ি চুরির অপরাধে। - এক টুকরো দড়ি চুরির অপরাধে তোমার এক বছরের জেল হয়ে ...

ঈদের কেনাকাটা

বিচারক: আপনার অপরাধ? অভিযুক্ত ব্যক্তি: আমি আমার ঈদের কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম। বিচারক: কতখানি আগে? অভিযুক্ত ব্যক্তি: দোকান খোলার আগে।

তিন অাসামি

তিন অপরাধীকে পাঁচ বছরের জন্য কারাভোগের শাস্তি দেওয়া হয়েছে। বিচারক সদয় হয়ে তাদের একটা সুযোগ করে দিলেন। জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারব...

পলাতক অাসামি

দুই কয়েদি পালিয়েছে জেল থেকে। আবার যখন তাদের আটক করা হলো, কারারক্ষক প্রশ্ন করলেন, ‘তোমরা জেল থেকে পালিয়েছিলে কেন?’ ১ম কয়েদি: কারণ, জেলখানার খাবার খুবই জঘন্য। খাওয়া যা...

A WITTY REPLY

Rahul was a sharp and intelligent boy. One day, his father got back from his office and called him in a harsh tone. Rahul got frightened and came immediately. He thought, "Dad just arrived from his office. Why is he calling me so harshly? Is he angry with me?" Father said in a rough tone, "Coincidentally, I met your teacher and she told me that everyday you reach school late. Why?" Rahul thought for a while and said, "I'm not responsible for anything. They ring the school bell before I reach the school." Father praised Rahul for such a witty answer, but asked him to reach the school on time.

ঊষর

Image
-মো: নাজমুল হক যাকেই দিয়েছি যা, তা ভরাতে পারেনি কারও মন, না পেরেছি যা দিতে তাই হয়েছে অমুল্য ধন। হেলা অবহেলায় কেটে যায় দিন কেটে যায় কত রাত, নিত্য অাশায় বুক বেঁধে থাকি পাব রাঙ্গা প্রভাত। সাদাকালো চোখের রঙ্গিন স্বপ্ন হয়ে যায় ক্রমে ধূসর, বুকের জমিনের উর্বরতা ক্ষয়ে হয়ে যায় তা ঊষর। ২৮.৮.১৮

বৃথার কুঞ্জবন

Image
-মো: নাজমুল হক এক জনমের সাধগো অামার মিটবেকি এই ভবে? শুণ্য হাতের অাসা -যাওয়ায় কারই কিবা হবে! নতুন দিনও দেখে দেখে নিত্য হবে সারা, পশ্চিমেতে মুখ দেখাবে রাতের সন্ধ্যা তারা। মরীচিকার পিছুপিছু ছুটব জনম ভর, নিজের সুখের তরে অামি বাঁধব "ভাঙ্গা" ঘর। সহজ সরল ইচ্ছেগুলো মরবে মাথাকুূটে, কান্নার চেয়েও করুণ হাসি মুখে থাকবে ফুটে। চেনা মুখের অচেনা সুর শুনতে হবে শত, সময় স্রোতে ছুটে চলব সামনে অবিরত। যাবার মানুষ অনেক অছে অাসার মানুষ কম, সব ভোলাবে "কাল" নিয়তি ভোলাবে একদম। রাহুর মত গ্রাস করবে পরাজয়ের স্বাদ, ভুলক্রমেই ভেঙ্গে পড়বে লোনা জলের বাঁধ। হবেনা ঠাঁই সুখ সাগরে উড়ব মরুর ধুলোয়, ছিটেফোঁটা রাতের শিশির কোমল পরশ বুলোয়। ক্লান্ত অামি- ক্লান্ত বেশি দেহের চেয়ে মন, নিত্য রব শুণ্য ঘরে বৃথার কুঞ্জবন। ১৬.১২.১৬

থাকি যত না দেখা

Image
পৌষের ভোরে মিঠে রোদ হয়ে মোর উঠোনে এসো, ছোট খোকার মত ফোকলা দাতে মিষ্টি করে হেসো। হালকা কুয়াশার চাদরে ঘিরে নিত্য হইও ভোর, মাটির কলসী কাঁখে নিয়ে তুমি বেরিও খুলে দোর। অাধো ...

নিয়তি

Image
অামায় দেখে মুচকি হাসিস ভাবটা দেখাস ভালবাসিস, অাসলে তুই কী? সারাজীবন খাইয়ে গেলি পান্তাভাতে ঘি! ভাল হলে সবাই ভক্ত তোকে বোঝা বড়ই শক্ত, করছিস খেলা বেশ! ভাল মন্দের সকল নাটক তোর সংলাপেই শেষ। রাজা বানাস মনে মনে ফকির বানাস সঙ্গোপনে, তোকে বোঝা দায়! চরম ব্যাথাও ঘাড় বেকিয়ে জানিয়ে গেলাম সায়। সব সাজানো বহু অাগে কিইবা পড়বে অামার ভাগে কিইবা হবে গতি? বলের মত জনমভরে খেলবিরে নি-য়তি। ২৬.১২.১৬

ঈদ স্পেশাল -৪

স্ত্রীঃ আচ্ছা আমরা যখন ঢাকা বেড়াতে গিয়েছিলাম তখন কোন হোটোলে উঠেছিলাম তোমার মনে আছে? স্বামীঃ দাঁড়াও দেখছি। ঢাকার হোটেল থেকে যেসব ছুঁড়ি , কাঁচি, তোয়ালে চুরি করে এনেছি সেগুলোয় হোটেলের নাম লেখা আছে কি না দেখি।

ঈদ স্পেশাল -৩

পুলিশের গুলিতে নিহত হয়েছে এক মাস্তান। দাফন কাফনের জন্য তার বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলছে। এক বাড়িত ভদ্রলোক একশ’ টাকার একটা নোট এগিয়ে দিলেন। মাস্তানদের একজন বলল, এত দরকার নেই। দশ টাকা দিলেই হবে। ভদ্রলোক বললেন, নিয়ে রাখ, পরের নয় জনের জন্য আগাম দিলাম।

ঈদ স্পেশাল -২

এক ভদ্রলোক ঝরনার পানিতে গোসল করতে গেছেন। সেখানে প্রায়ই কাপড় চুরি হয়। তাই তিনি তার পোশাক খুলে তার উপর একটা কাগজে লিখে রাখলেন, “বিশ্বহেভিওয়েট মুষ্টিযোদ্ধা”। গোসল ছেরে উঠে দেখেন কাপড় নেই। এক টুকরো কাগজ পড়ে রয়েছে। তাতে লেখা, “১০০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন।”

ঈদ স্পেশাল-১

পুলিশের পায়ে ব্যান্ডেজ দেখে তার পরিচিত একজন বলল, কী হয়েছে পায়ে? পুলিশ বলল, ” কুকুর কামড় দিয়েছে” লোকটি বলল, ” পুলিশকে আবার কুকুর কামড়ায় নাকি?” পুলিশটি বলল, “তখন তো ইউনিফর্ম ছিল না।”

চুপ

Image
-মো: নাজমুল হক কইসনা কথা শুনবো লোকে নাটের গুরু ভাববে তোকে মুখে দিয়ে রাখ তালা, কেউবা ভাববে মিছাই বকে জেতার অাশায় হুদাই ঠকে ডাকবে কেউবা শালা। কালো চশমায় চোখটা ঘিরে গা ভাসা তুই লোকের ভিড়ে খুজবেনা অার কেউ, পারবিনাতো জালটা ছিঁড়ে মুক্তাঙ্গনে অাসতে ফিরে নজর বন্দী রাখে সদা যন্ত্র নামে ফেউ। ভাল থাকবি অন্ধ সেজে প্রলয়ের ঢাক চলুক বেজে নাক ডেকে সব ঘুমা, তেলটা যদি মাখিস লেজে নাখোশ হয়ে থাকে কে যে তোষামোদে টিপের মত কপালে পাবি চুমা। ১৮.৮.১৮