ফকিরনামা- (পর্ব-১)
অামাদের দেশে গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে ফকির মানে ভিক্ষুক দেখা যায়না এমন যায়গা নাই বললেই চলে। এদের কেউ পেটের দায়ে নিতান্ত অসহায় হয়ে ভিক্ষা করে,কেউ শারীরিক সক্ষমতা থাকা স্বত্বেও সহজ পেশা ভেবে ভিক্ষা করে অাবার কেউ ভিক্ষার মাধ্যমে স্বচ্ছলতা অাসার পরও অায়ের সহজ উৎস ভেবে নেশায় পড়ে ভিক্ষা করে। অামার এই ফকিরনামা নিতান্ত যারা পেটের দায়ে ভিক্ষা করে তাদেরকে নিয়ে নয়। বরং যারা নেশা বা সহজ অায়ের উৎস ভেবে ভিক্ষা করে তাদেরকে নিয়ে। যদিও বেশ কয়েকটি জেলাকে ভিক্ষুকমুক্ত করার মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। তবে তা কতটা বাস্তবতায়ন হয়েছে, যেকোন মার্কেট বা বাসস্ট্যান্ড- এ মিনিট পাঁচেক দাড়ালেই বোঝা যায়। যাইহোক,যারা শখের বশে ভিক্ষা করে তারা অনেকেই বেশ মজার চরিত্রের হয়। এসব ফকিরেরা বেশ রসিক হয়,এবং এদের কথাবার্তায় বেশ বিনোদনের খোড়াক থাকে।তাদেরই দু'চারটি মজার এবং বাস্তব ঘটনা এই ফকিরনামা-তে পর্বে পর্বে প্রকাশ করব।
এক নতুন ফকির না জেনে অারেক ফকিরের বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে বলছে-" দেইনগো চাচীরা এক মুঠ ভিক্ষা দেইন।" নতুন ফকিরের ভিক্ষা চাওয়ার কথা শুনে বাড়িতে থাকা ফকিরের বউ অবাক হয়ে কিছুটা রাগতস্বরে ঘরের ভিতর থেকে জোরে বলে উঠেন-" যাইরা ফকির কয়কি!ভিক্ষা চাওয়ার যায়গা পাইলানা? অামরাই শুকাইয়া ফলি ফলি।"( *ফলি- যা কাঁচা অাম পাতলা করে কেটে রোদে শুকিয়ে ডাল রান্নায় ব্যবহার করা হয় মুলত ডালে টক স্বাদ অানার জন্য)
বাড়ির ভিতর থেকে এই কথা শোনার পর নতুন ফকির বলে উঠে,-" চাচী, ঐ ফলি থিকাই ২/৪ টা দেইনগো ডাইলে দিয়া খামুনি!"
২৩.৩.১৯
বাড়ির ভিতর থেকে এই কথা শোনার পর নতুন ফকির বলে উঠে,-" চাচী, ঐ ফলি থিকাই ২/৪ টা দেইনগো ডাইলে দিয়া খামুনি!"
২৩.৩.১৯
Comments
Post a Comment