থাকি যত না দেখা
পৌষের ভোরে মিঠে রোদ হয়ে মোর উঠোনে এসো,
ছোট খোকার মত ফোকলা দাতে মিষ্টি করে হেসো।
হালকা কুয়াশার চাদরে ঘিরে নিত্য হইও ভোর,
মাটির কলসী কাঁখে নিয়ে তুমি বেরিও খুলে দোর।
অাধো ঘোমটায় ঢেকে রেখো তোমার খোলা চুল,
চকিতে কুড়িয়ো ছড়িয়ে থাকা গুটিকয় বকুল ফুল।
মিষ্টি বকুনি দিয়ে দিয়ে তুমি ঘর করো মাতোয়ারা,
নিঝুম দুপুরে হালকা ঘুমে করোনা যেন কাছ ছাড়া।
শান্ত বিকেলে দূর দিগন্তে ভেসে থেকো নীলে নীলে,
চাইতেই যেন তোমারই অাবেশ চারিদিকে মোর মিলে।
মৃদু বাতাসে নিয়ে এসো তুমি জংলী ফুলের ঘ্রাণ,
তোমাতে অামাতে মিলে মিশে যেন অাজীবন থাকে প্রাণ।
গোঁধূলি বেলায় রেখে যেয়ো তুমি মায়াবী অাবির রেখা,
মনে রেখ মোরে থাকি যত দূরে- থাকি যত নাদেখা।
২১.১২.১৬
Comments
Post a Comment