ডাকি
-মো: নাজমুল হক
সাধ ছিল বড়ই হব সুখী
সুখ হলোনা অামার মুখী
তাই চলে যাই দুরে,
বিষাদ বর্ণে শব্দ লিখি
সব হারিয়ে অল্প শিখি
দুঃখের অাবাদ বুকের জমিন জুড়ে।
দিবানিশি সুখের পিছে
ছুটে চলা হয়যে মিছে
নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে,
জানিনা সুখ কোথায় কিসে
সুখের স্বাদটা মিটাই বিষে
বুঝিনা এই ঘানি টানার মানে।
সুখে ভরা সবার ভুবন
হয়নাতো কেউ দুঃখে সুজন,
ভাঙ্গা বৈঠায় বেয়ে জীবনতরী,
সুখের অাশা দেখি যখন
সকল বাজি ধরি তখন
সেথাও জোটে দুঃখ দু'হাত ভরি।
বুকের মাঝে দেই যারে ঠাঁই
সুযোগ বুঝে সেও বলে যাই
নিঃস্ব হয়ে একাই পড়ে থাকি,
অবুঝ এ মন তাও বলে চাই
সুখ ছাড়া মোর নাই গতি নাই
বেহায়ার মত তবুও পিছু ডাকি।
১৫.০২.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
সাধ ছিল বড়ই হব সুখী
সুখ হলোনা অামার মুখী
তাই চলে যাই দুরে,
বিষাদ বর্ণে শব্দ লিখি
সব হারিয়ে অল্প শিখি
দুঃখের অাবাদ বুকের জমিন জুড়ে।
দিবানিশি সুখের পিছে
ছুটে চলা হয়যে মিছে
নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে,
জানিনা সুখ কোথায় কিসে
সুখের স্বাদটা মিটাই বিষে
বুঝিনা এই ঘানি টানার মানে।
সুখে ভরা সবার ভুবন
হয়নাতো কেউ দুঃখে সুজন,
ভাঙ্গা বৈঠায় বেয়ে জীবনতরী,
সুখের অাশা দেখি যখন
সকল বাজি ধরি তখন
সেথাও জোটে দুঃখ দু'হাত ভরি।
বুকের মাঝে দেই যারে ঠাঁই
সুযোগ বুঝে সেও বলে যাই
নিঃস্ব হয়ে একাই পড়ে থাকি,
অবুঝ এ মন তাও বলে চাই
সুখ ছাড়া মোর নাই গতি নাই
বেহায়ার মত তবুও পিছু ডাকি।
১৫.০২.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
Comments
Post a Comment