ঈদ স্পেশাল -২
এক ভদ্রলোক ঝরনার পানিতে গোসল করতে গেছেন। সেখানে প্রায়ই কাপড় চুরি হয়। তাই তিনি তার পোশাক খুলে তার উপর একটা কাগজে লিখে রাখলেন, “বিশ্বহেভিওয়েট মুষ্টিযোদ্ধা”।
গোসল ছেরে উঠে দেখেন কাপড় নেই। এক টুকরো কাগজ পড়ে রয়েছে। তাতে লেখা, “১০০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন।”
গোসল ছেরে উঠে দেখেন কাপড় নেই। এক টুকরো কাগজ পড়ে রয়েছে। তাতে লেখা, “১০০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন।”
Comments
Post a Comment