Posts

Showing posts from October, 2018

বাঁশির সুর

Image
- মো: নাজমুল হক 'হ্যামিলনের বাঁশিওয়ালা' এলো অাবার ফিরে, ছেলে বুড়ো সবাই নাচছে শুধুই তাকে ঘিরে। এবার সেতো ভিন্ন 'সুরে' বাজায় বাঁশের বাঁশি, 'সুরের' ছন্দে অামরা সবাই দাঁত কেলিয়ে হাসি। অালিফ লায়লার হাজার রাত্রির কাহিনীটা ফেল, নেশার ঘোরে কাটছে সময় দেখো 'সুরের' খেল! অবিরত 'বাঁশির সুরে' কানতো ঝালাপালা, সুরটা যে অার ভাল্লাগেনা বলবে সে কোন শালা! কথার মালায় সাজিয়ে ডালি বসছে অাজব মেলা, পায়ের নিচে গর্ত রেখে নিত্য নতুন খেলা! দেখো শুনো বলা নিষেধ 'সুরের' ধারায় ভাসো, দুচোখ বুঁজে অাকর্ণ সব সুখের হাসি হাসো! জলে স্থলে মহাশুণ্যে 'বাঁশিওয়ালা' অাছে, তালে তালে তাল মেলালে প্রিয় সব 'তাঁর' কাছে। অামার মত বোকাসোকা বুঝি বড়ই কম, দেখি শুনি হজম করি কথা নয় একদম! ৩০.১০. ১৮

To you

Image
I pray for you, as if you wear a Crown, You may leave me but I will'nt show frown. With a new joyful world you may tempted, But my straight love to you never distracted. I stay with you both in dark and light, You are unable to stay out of my sight. If you found better happiness except me, In that day I will look at a glance only thee. Rest of the life you will bedew with my wishes, In sleep and dream I think only your face. Where ever you go must come back naturally, Thus I retention you in life cumber eventually. 26.10.18

তন্ত্র

Image
-মো: নাজমুল হক "জন্মদিনের ড্রেস" পইরা বাইছি কলা গাছ, পুটি মাছের খাবার দিয়া ধরছি বোয়াল মাছ। দেখবা শুনবা বুঝবা সবই করবা বলো কী? সারা জীবন খাইয়ে যাব পান্তাভাতে ঘি! নাটের গুরু বল্টুতো নয়,নাটের গুরু অামি, কথা শুইনা ভাইবোনা ভাই করতেছি বাদরামি। চার বর্ণের শব্দ একটা ছুঁড়ে দেয়া অাছে, ভাইবোনা না ভাই উত্তরখানা পাবে অামার কাছে! অাজব গজব সবই জোটে সে শব্দেরই নেশায়, চেংড়া বুড়া সবাই লাফায় যাইহোক সে পেশায়! সে যে বড়ই অম্লমধুর লাভজনক  এক মন্ত্র, চিনতে হয়তো পারবে সবাই শেষে অাছে "তন্ত্র" ২২.১০.১৮

ফিরে যাই

Image
জীবনের যত না মেলা অংক রেখে গেলাম তােমার কাছে, পারলে মিলিও শুণ্যতা মোর- মিলিও -অার যা অাছে। সত্যের পাথরে কথার মালা ভুল বুঝে গেলে সব, নিভৃতে থাকি তবুও শুনি স্মৃতিদের কলরব। অনেক সুখে অাছো হয়তো জানতে চাবোনা অার, চির সুখে থাকো ভেবে ভেবে মোর নিত্য হাহাকার। নতুন রবির অালোয় রাঙ্গিয়ে নিত্য চলো পথ, অামি নাহয় চলব সেথায় নিয়ে ভাঙ্গা মনোরথ। দেখলাম অামি সুনামি সম তােমার অবিশ্বাস, নিজেকে মেলে ধরেও মিলল শুধু বুকচেরা দীর্ঘশ্বাস। ভাল থেকো তুমি অতীতের চেয়ে বর্তমানকে ঘিরে, যেথায় ছিলাম সেথা থেকেই অামি যাই নাহয় ফিরে। ০৭.১০.১৮