বোকার নম্বর
-মো: নাজমুল হক
বোকা নম্বর এক
যে ছোট হয়ে বড়-র সাথে দেয় ঠ্যাক।
বোকা নম্বর দুই
যার খায়েশ মিটেনা কিনে ভুঁই।
বোকা নম্বর তিন
যে বড় হয়ে ছোট-র সাথে করে ঋণ।
বোকা নম্বর চাইর
যে পরের উপকার করতে খায় মাইর।
বোকা নম্বর পাঁচ
যে ভাগের পুকুরে জিয়ায় মাছ।
বোকা নম্বর ছয়
যে গোপন কথা পরের কাছে কয়।
বোকা নম্বর সাত
যে রাগ করে না খায় ভাত।
বোকা নম্বর অাট
যে ঘরের চাল ফুটো রেখে কিনে খাট।
বোকা নম্বর নয়
যে গোপন কথা বউয়ের কাছে কয়।
বোকা নম্বর দশ
যার কথায় নাই রস কস।
বোকার নম্বর অারও অাছে
সেগুলো বলব শুধু অামার মত বোকার কাছে।
(অাংশিক সংগৃহীত কোন এক ক্যাভাসারের কাছ থেকে)
২১.০২.১৯
বোকা নম্বর এক
যে ছোট হয়ে বড়-র সাথে দেয় ঠ্যাক।
বোকা নম্বর দুই
যার খায়েশ মিটেনা কিনে ভুঁই।
বোকা নম্বর তিন
যে বড় হয়ে ছোট-র সাথে করে ঋণ।
বোকা নম্বর চাইর
যে পরের উপকার করতে খায় মাইর।
বোকা নম্বর পাঁচ
যে ভাগের পুকুরে জিয়ায় মাছ।
বোকা নম্বর ছয়
যে গোপন কথা পরের কাছে কয়।
বোকা নম্বর সাত
যে রাগ করে না খায় ভাত।
বোকা নম্বর অাট
যে ঘরের চাল ফুটো রেখে কিনে খাট।
বোকা নম্বর নয়
যে গোপন কথা বউয়ের কাছে কয়।
বোকা নম্বর দশ
যার কথায় নাই রস কস।
বোকার নম্বর অারও অাছে
সেগুলো বলব শুধু অামার মত বোকার কাছে।
(অাংশিক সংগৃহীত কোন এক ক্যাভাসারের কাছ থেকে)
২১.০২.১৯
Comments
Post a Comment