তোমার বসন্ত
-মো: নাজমুল হক
তোমার যখন বসন্ত বাহার
অামার শ্রাবণ ধারা,
তবু বিচরণ তোমার অাকাশে
চলেনা তোমায় ছাড়া।
হাসাবে বলে কাঁদাও বারবার
ধরতে গেলেও ছাড়ো,
বুঝিনা এমন নিঠুর খেলা
কিভাবে তুমি পারো!
তোমার এখন মধুর সময়
চলছে ফাগুন মাস,
অামার শুধুই ঝড় ঝঞ্ঝা
চলছে সর্বনাশ।
ভাল থাকো তুমি প্রতিটাক্ষণ
অামার চেয়ে ভালো,
অামার থাকুক অাঁধার রাত্রি
তোমার থাকুক অালো।
২৮.০২.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
তোমার যখন বসন্ত বাহার
অামার শ্রাবণ ধারা,
তবু বিচরণ তোমার অাকাশে
চলেনা তোমায় ছাড়া।
হাসাবে বলে কাঁদাও বারবার
ধরতে গেলেও ছাড়ো,
বুঝিনা এমন নিঠুর খেলা
কিভাবে তুমি পারো!
তোমার এখন মধুর সময়
চলছে ফাগুন মাস,
অামার শুধুই ঝড় ঝঞ্ঝা
চলছে সর্বনাশ।
ভাল থাকো তুমি প্রতিটাক্ষণ
অামার চেয়ে ভালো,
অামার থাকুক অাঁধার রাত্রি
তোমার থাকুক অালো।
২৮.০২.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
Comments
Post a Comment