ঈদ স্পেশাল -৩
পুলিশের গুলিতে নিহত হয়েছে এক মাস্তান। দাফন কাফনের জন্য তার বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলছে। এক বাড়িত ভদ্রলোক একশ’ টাকার একটা নোট এগিয়ে দিলেন। মাস্তানদের একজন বলল, এত দরকার নেই। দশ টাকা দিলেই হবে। ভদ্রলোক বললেন, নিয়ে রাখ, পরের নয় জনের জন্য আগাম দিলাম।
Comments
Post a Comment