নাভিশ্বাস
- মো: নাজমুল হক
বাড়ছে বয়স বাড়ছে পেট
ঘরে বাইরে ক্যাট ক্যাট
ডাক্তার বলে বাড়ছে ফ্যাট
ভাল্লাগেনা অার,
কলিগরা কয় হইছে কী
পান্তা ভাতে খাবেন ঘি
করবেনা কেউ ছি: ছি:
বলবে শুধু ছিঁড়ছে মাথায় তার।
চৈত্র শ্রাবণ একই ভাব
চিল্লাইয়া অার নাই লাভ
জুটবে শুধুই অভিশাপ
ঢোলের তালে মেলাই শুধু বোল,
শুনি "তাঁদের" ফিসফিস
হাত পা করে নিশপিশ
উচিৎ বললে ঢালবে বিষ
মোর নাভিশ্বাস কারও তরে অানন্দহিল্লোল।
০৭.৩.১৯
Funny
বাড়ছে বয়স বাড়ছে পেট
ঘরে বাইরে ক্যাট ক্যাট
ডাক্তার বলে বাড়ছে ফ্যাট
ভাল্লাগেনা অার,
কলিগরা কয় হইছে কী
পান্তা ভাতে খাবেন ঘি
করবেনা কেউ ছি: ছি:
বলবে শুধু ছিঁড়ছে মাথায় তার।
চৈত্র শ্রাবণ একই ভাব
চিল্লাইয়া অার নাই লাভ
জুটবে শুধুই অভিশাপ
ঢোলের তালে মেলাই শুধু বোল,
শুনি "তাঁদের" ফিসফিস
হাত পা করে নিশপিশ
উচিৎ বললে ঢালবে বিষ
মোর নাভিশ্বাস কারও তরে অানন্দহিল্লোল।
০৭.৩.১৯
Funny
Comments
Post a Comment