এক'পা দু'পা করে হাটি
মো: নাজমুল হক
অামিতো নরাধম
ফেলছি কদম
চলছি নিরাশার পানে,
চকিতে দাড়াই
কোন অাশা ছাড়াই
শুনে কারও সুর গানে।
ভুল সবই বুঝি
তবুও খুঁজি
পিছু ডাকে নাকি কেউ,
হঠাৎ চেয়ে দেখি
সত্যিই একি!
অাছে মোর ছায়ার ফেউ।
অাবারও চলি
অযথাই বলি
নিজের কথা নিজেরই সাথে,
ধূলিমাখা পথে
ভাঙ্গা মনোরথে
দ্বিপ্রহর নিশি প্রাতে।
ভেবেছিলাম যা
ছিলোনাতো তা
কোনকালে মোর দ্বারে,
নাইতো অার কিছু
নেবে মোর পিছু
তাই গেল সব ছাড়ে।
প্রকৃতিই চায়
এ অাত্বা যেন পায়
ধরণীর যত তরল গরল,
তাইতো যুঝিনা
কোন কিছু খুঁজিনা
চলছি নিরাশার পথ সরল।
অাঁকি পদচিহ্ন
করে নোংরা ছিন্ন
পবিত্র এ ধরার মাটি,
শুণ্য হাতে তাই
তবুও এগিয়ে যাই
এক'পা দু'পা করে হাটি।
২১.৯.১৮
Comments
Post a Comment