Posts

Showing posts from December, 2018

উৎসর্গ

Image
-- মো: নাজমুল হ অাজ এ দিনে এসেছো তুমি এ ধরণীতলে, ফুল পাখিরা হাসছে বুঝি সেদিন দলে দলে! রাতের অাকাশ ছিল বুঝি তারায় তারায় ভরা, বুড়ো দাদু কাটছিল বুঝি মনের মত ছড়া! মৃদুমন্দ হাওয়ায় বুঝি ছিল পাতায় দোল, ঘরে তোমার ছিল বুঝি অানন্দ হিল্লোল! দুর্বা ঘাসের ডগায় বুঝি মুক্তোদানার মত, তোমার ললাট ভেবে শিশির ঝরছে অবিরত! পুর্ণিমার চাঁদ ছিল বুঝি তোমার চেয়ে ম্লান, গোলাপ জলে করিয়েছিল হয়তো তোমায় স্নান! তোমার এ দিন অাসুক ফিরে হাজার বছর মাস, মহাসুখে থাকো তুমি এ মোর অভিলাষ! তোমার তুল্য দেবার মত নাই মোর কোন অর্ঘ্য, ছিল কিছু শব্দমালা, তাই করলাম উৎসর্গ! ১২.১২.১৮

জীবনের পথে

Image
-মোঃ নাজমুল হক যদি থাকো দুরে মন শুধু পুড়ে ধোঁয়াতো দেখেনা কেউ, অাছড়ে অাছড়ে পড়ে হৃদয়ের তীর জুড়ে শুধু বেদনার ঢেউ। নাই নাই করে তোমায় থাকি ধরে হারাবার ভয় বুকে চেপে, যেওনা কভু সরে কাছ থেকে দুরে পাশে থেকো দুরত্ব না মেপে। দেখে তোমার হাসি স্বর্গ সুখে ভাসি যেন কল্পনার রঙ্গিন রথে, তুমি হীনা বনবাসী দুঃখ জরা রাশি রাশি তোমায় নিয়ে চলি জীবনের পথে। ১০.১২.১৮

মিথ্যাবাদী

প্রতিদিন অফিসে দেরি করে আসে জোনস আর এসেই একটা না একটা অজুহাত দিয়ে পার পেয়ে যায়। একদিন তার বস প্রচন্ড রেগে গেল। সে ঘোসণা দিল-জোনস আমি অনেক সহ্য করেছি, আর না। আজকে তোমাকে বলতে হবে কেন তুমি দেরি করে এসেছ আর আজও যদি তুমি কোনো মিথ্যা বলার চেষ্টা কর তবে আজই তোমার চাকরির শেষ দিন। জোনস জলদি বলা শুরু করল- : আজ সকালে সব কিছুই কেমন জট পেকে যাচ্ছিল স্যার … আমি ড্রাইভিং জানি না, আমার স্ত্রীই আমাকে রোজ অফিসে নামিয়ে দিয়ে যায়, কিন্তু আজ সে উঠতে দেরি করল, আমি নিচে অপেক্ষা করছিলাম দশ মিনিট পর সে যখন রেডি হয়ে গ্যারেজে গেল তখন দেখল পেছনের চাকা পাংচার হয়ে গেছে। আমি বাধ্য হয়ে বাস ধরলাম কিন্তু পথে হঠাৎ কোথা থেকে গডজিলা এসে উপস্থিত। সে আমাদের বাস উল্টে দিল। ভাগ্যিস তার পাশেই ছিল এয়ারপোর্ট। আমি দৌড়ে একটি জেট বিমান ধরলাম। কিন্তু মাঝ আকাশে গিয়ে সেটার ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন সুপারম্যান এসে আমাদের উড়িয়ে নিয়ে চলতে লাগল … এতটুকু যেতেই প্রচন্ড রাগে ফেটে পড়লেন বস- ‘মিথ্যাবাদী। বেরিয়ে যাও আমার অফিস থেকে … মহিলারা কখনো দশ মিনিটে রেডি হতে পাররে!!"

বিবাহিত হবার সুফল

এক অফিসের বস কেবল বিবাহিত লোকদেরই নিয়োগ দেন। একদিন তাঁর বউ তাঁকে জিজ্ঞেস করল, ‘তুমি কেবল বিবাহিতদেরই নিয়োগ দাও কেন?’ স্বামী বললেন, ‘কারণ তারা সহজে বাসায় যেতে চায় না, ধমক সহ্য করে আর মুখ বন্ধ রাখতে জানে।’