দুর
-মো: নাজমুল হক
অামি তোমায় ভালবাসি লক্ষ তারার মত,
অালো অাঁধার যতই থাকুক জ্বলব অবিরত।
ফুল দেখিনা দেখি তোমায় ফুলের প্রতিরুপ,
তোমার মাঝেই হাসি ভাসি তোমাতেই দেই ডুব।
তোমার হাসি দেখে হাসি কাঁদতে দেখলে কাঁদি,
যতই কর অভিমান তাই মনটা সদাই সাধি।
সকাল দুপুর সন্ধ্যা নিশি তোমায় বিভোর রই,
কখন তুমি ভাবনাতে নাই পাইনা খুঁজে থই।
চৈত্র শ্রাবণ বর্ষা প্লাবন যতই অাসুক ঢেউ,
তুমি অামি মিশে রব জানবেনাতো কেউ।
ভুবন চলে অাপন তালে সময় বয়ে যায়,
তুমি অামি তাকিয়ে দেখি দাড়িয়ে থাকি ঠায়।
তোমার অামার জীবন বীণায় বাজুক না যেই সুর,
দুরে থেকেও কাছে রব যাবোনা কেউ দুর।
১৪.৩.১৯
অালো অাঁধার যতই থাকুক জ্বলব অবিরত।
ফুল দেখিনা দেখি তোমায় ফুলের প্রতিরুপ,
তোমার মাঝেই হাসি ভাসি তোমাতেই দেই ডুব।
তোমার হাসি দেখে হাসি কাঁদতে দেখলে কাঁদি,
যতই কর অভিমান তাই মনটা সদাই সাধি।
সকাল দুপুর সন্ধ্যা নিশি তোমায় বিভোর রই,
কখন তুমি ভাবনাতে নাই পাইনা খুঁজে থই।
চৈত্র শ্রাবণ বর্ষা প্লাবন যতই অাসুক ঢেউ,
তুমি অামি মিশে রব জানবেনাতো কেউ।
ভুবন চলে অাপন তালে সময় বয়ে যায়,
তুমি অামি তাকিয়ে দেখি দাড়িয়ে থাকি ঠায়।
তোমার অামার জীবন বীণায় বাজুক না যেই সুর,
দুরে থেকেও কাছে রব যাবোনা কেউ দুর।
১৪.৩.১৯
Comments
Post a Comment