বহুদূর

- মো : নাজমুল হক
তোমার বসন্ত বেলায়
অামি হবোনা শ্রাবণ মেঘ,
টুটি চেপে ধরে রব
অবুঝ সব অাবেগ।
তোমার সুখের অঙ্গনে হবোনা
পুরাণো স্মৃতির ময়লা,
বুকের মাঝে বয়ে বেড়াবো
গনগনে লাল কয়লা!
হাসবে তুমি হাসতে যেমন
ফুলের মত করে,
অামি বকব অাবোল তাবোল
ঘোরে অার বেঘোরে।
চাঁদের হাটে পুর্ণিমার চাঁদ
হয়ে রবে তুমি,
ভাববে অামায় ছিলাম শুধু
শুণ্য মরুভুমি।
অাকাশ পাতাল ফুঁড়ে পৌছবে
তোমার সুখের নহর,
ভাববে অামার সবই ছিল
তোমার জন্য কহর!
গ্রহ নক্ষত্রের কোণায় কোণায়
ছড়াক তোমার সুখ সুর,
অামি অপাংক্তেয় গেলাম নাহয়
দূর থেকেই বহুদূর!
২৬.০১.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

Comments

Popular posts from this blog

Out looking is not everything.

অচেনা পথিক

The secret of Happiness