Posts

Showing posts with the label poem

মিল খুজে না পাই

-মো: নাজমুল হক বৈশাখ অাসছে নাকি গেছে বুঝিনাতো কিছু, সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু। চৈত্রে দেখি অাষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা, ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা অার সহা। ম...

অায়

-মো: নাজমুল হক অায়রে অামার নায় শুন্য তরী ভাসছে নদে বেলা বয়ে যায়। থেমে যায় এ জীবনতরী থমকে থাকে জীবন ঘড়ি তুই না থাকলে হায়। খোঁপায় তারার মালা পড়ে চাঁদের সিঁড়ি বেয়ে বেয়ে অায়রে ...

অক্ষয়

-মো: নাজমুল  হক ধরণী যখন ঘুমের কোলে মিটি মিটি জ্বলে তারা, তখনও অামি তোমায় ভেবে হয়ে থাকি দিশেহারা। কুসুম কোমল সবুজ জমিনে অাঁকি তোমার চাঁদমুখ, তোমার হাসি শোনার তরে সদা থাকি উ...

দুর

-মো: নাজমুল  হক অামি তোমায় ভালবাসি লক্ষ তারার মত, অালো অাঁধার যতই থাকুক জ্বলব অবিরত। ফুল দেখিনা দেখি তোমায় ফুলের প্রতিরুপ, তোমার মাঝেই হাসি ভাসি তোমাতেই দেই ডুব। তোমার হাসি দেখে হাসি কাঁদতে দেখলে কাঁদি, যতই কর অভিমান তাই মনটা সদাই সাধি। সকাল দুপুর সন্ধ্যা নিশি তোমায় বিভোর রই, কখন তুমি ভাবনাতে নাই পাইনা খুঁজে থই। চৈত্র শ্রাবণ বর্ষা প্লাবন যতই অাসুক ঢেউ, তুমি অামি মিশে রব জানবেনাতো কেউ। ভুবন চলে অাপন তালে সময় বয়ে যায়, তুমি অামি তাকিয়ে দেখি দাড়িয়ে থাকি ঠায়। তোমার অামার জীবন বীণায় বাজুক না যেই সুর, দুরে থেকেও কাছে রব যাবোনা কেউ দুর। ১৪.৩.১৯

নাভিশ্বাস

- মো: নাজমুল  হক বাড়ছে বয়স বাড়ছে পেট ঘরে বাইরে ক্যাট ক্যাট ডাক্তার বলে বাড়ছে ফ্যাট ভাল্লাগেনা অার, কলিগরা কয় হইছে কী পান্তা ভাতে খাবেন ঘি করবেনা কেউ ছি: ছি: বলবে শুধু ছিঁড়ছে মাথায় তার। চৈত্র শ্রাবণ একই ভাব চিল্লাইয়া অার নাই লাভ জুটবে শুধুই অভিশাপ ঢোলের তালে মেলাই শুধু বোল, শুনি "তাঁদের" ফিসফিস হাত পা করে নিশপিশ উচিৎ বললে ঢালবে বিষ মোর নাভিশ্বাস কারও তরে অানন্দহিল্লোল। ০৭.৩.১৯   Funny

অার নয়

-মো: নাজমুল হক অার নয় হাহাকার অার নয় হাহুতাশ কোন অমানুষের জন্য, অার নয় সাধাসাধি অার নয় পিছুটান মনকে ভাবে যে পন্য। অামার সকল কাজ ভেবে গেছো নির্লাজ মুল্য দাওনি কোনদিন, তবুও থ...

বোকার নম্বর

-মো: নাজমুল  হক বোকা নম্বর এক যে ছোট হয়ে বড়-র সাথে দেয় ঠ্যাক। বোকা নম্বর দুই যার খায়েশ মিটেনা কিনে ভুঁই। বোকা নম্বর তিন যে বড় হয়ে ছোট-র সাথে করে ঋণ। বোকা নম্বর চাইর যে পরের উপকার করতে খায় মাইর। বোকা নম্বর পাঁচ যে ভাগের পুকুরে জিয়ায় মাছ। বোকা নম্বর ছয় যে গোপন কথা পরের কাছে কয়। বোকা নম্বর সাত যে রাগ করে না খায় ভাত। বোকা নম্বর অাট যে ঘরের চাল ফুটো রেখে কিনে খাট। বোকা নম্বর নয় যে গোপন কথা বউয়ের কাছে কয়। বোকা নম্বর দশ যার কথায় নাই রস কস। বোকার নম্বর অারও অাছে সেগুলো বলব শুধু অামার মত বোকার কাছে। (অাংশিক সংগৃহীত কোন এক ক্যাভাসারের কাছ থেকে) ২১.০২.১৯

তোমার বসন্ত

-মো: নাজমুল  হক তোমার যখন বসন্ত বাহার অামার শ্রাবণ ধারা, তবু বিচরণ তোমার অাকাশে চলেনা তোমায় ছাড়া। হাসাবে বলে কাঁদাও বারবার ধরতে গেলেও ছাড়ো, বুঝিনা এমন নিঠুর খেলা কিভাবে তুমি পারো! তোমার এখন মধুর সময় চলছে ফাগুন মাস, অামার শুধুই ঝড় ঝঞ্ঝা চলছে সর্বনাশ। ভাল থাকো তুমি প্রতিটাক্ষণ অামার চেয়ে ভালো, অামার থাকুক অাঁধার রাত্রি তোমার থাকুক অালো। ২৮.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

ডাকি

-মো: নাজমুল হক সাধ ছিল বড়ই হব সুখী সুখ হলোনা অামার মুখী তাই চলে যাই দুরে, বিষাদ বর্ণে শব্দ লিখি সব হারিয়ে অল্প শিখি দুঃখের অাবাদ বুকের জমিন জুড়ে। দিবানিশি সুখের পিছে ছুটে চলা হয়যে মিছে নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে, জানিনা সুখ কোথায় কিসে সুখের স্বাদটা মিটাই বিষে বুঝিনা এই ঘানি টানার মানে। সুখে ভরা সবার ভুবন হয়নাতো কেউ দুঃখে সুজন, ভাঙ্গা বৈঠায় বেয়ে জীবনতরী, সুখের অাশা দেখি যখন সকল বাজি ধরি তখন সেথাও জোটে দুঃখ দু'হাত ভরি। বুকের মাঝে দেই যারে ঠাঁই সুযোগ বুঝে সেও বলে যাই নিঃস্ব হয়ে একাই পড়ে থাকি, অবুঝ এ মন তাও বলে চাই সু খ ছাড়া মোর নাই গতি নাই বেহায়ার মত তবুও পিছু ডাকি। ১৫.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

নিঃশব্দে

-মো: নাজমুল হক শুণ্যে বেঁধেছিলাম ঘর তাই হলো সে পর, হাজারো ভাঙ্গা স্বপ্ন নিয়ে ঘুরব জনম ভর। কখনো মেঘ কখনো বৃষ্টি সৃষ্টির চেষ্টায় হলো অনাসৃষ্টি, বিষাদে ডুবলো বিশ্বাসের তরী ভাংলো তাসের ঘর। বাঁচতে হাসি বাঁচতে কাঁদি অার নয় মনের সাধাসাধি, খড়কুটোর মত ভেসে রব নাহয় অাসলে জ্বলোচ্ছ্বাস ঝড়। হাসবে সে অাজ বাঁকা হাসি বিশ্বাসে গলায় দিয়ে ফাঁসি, নিঃশব্দে ঝরে যাব পাতার মত জানবেনা বিশ্বচরাচর। ১২.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

জব্দ

-মো: নাজমুল হক অামার এই লেখা পড়া হবেনা তোরতো কোনদিন, নিয়তির জালে অাটকে অনল গিলেছি সীমাহীন। দিন মাস করে বছর যাবে তুই ভাসবি সুখের নায়, অামি ভাসব লোনাজলে নাহয় তোর তাতে কী  অাসে যায়! বনের প্রাণীকেও লালন করলে পোষ মানে কোনদিন, তুই মানলিনা কোনকিছুতে সব যে মোর শ্রীহীন। ভাবিস যদি জুটে ফুসরৎ তোর সুখের মাঝে কভু, যা করেছিস তা কোনদিন ক্ষমা করবেনি প্রভু! গগন বিদারী চিৎকার দিয়ে হয়ে গেলাম অাজ স্তব্ধ, স্বার্থকতা দিলাম তোর অভিপ্রায়ের অামাকে করার জব্দ। ১১.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

বহুদূর

- মো : নাজমুল হক তোমার বসন্ত বেলায় অামি হবোনা শ্রাবণ মেঘ, টুটি চেপে ধরে রব অবুঝ সব অাবেগ। তোমার সুখের অঙ্গনে হবোনা পুরাণো স্মৃতির ময়লা, বুকের মাঝে বয়ে বেড়াবো গনগনে লাল কয়লা! হাসবে তুমি হাসতে যেমন ফুলের মত করে, অামি বকব অাবোল তাবোল ঘোরে অার বেঘোরে। চাঁদের হাটে পুর্ণিমার চাঁদ হয়ে রবে তুমি, ভাববে অামায় ছিলাম শুধু শুণ্য মরুভুমি। অাকাশ পাতাল ফুঁড়ে পৌছবে তোমার সুখের নহর, ভাববে অামার সবই ছিল তোমার জন্য কহর! গ্রহ নক্ষত্রের কোণায় কোণায় ছড়াক তোমার সুখ সুর, অামি অপাংক্তেয় গেলাম নাহয় দূর থেকেই বহুদূর! ২৬.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

খোদার খাসি

-মো: নাজমুল হক মুখে রাখবি তালা মেরে কথা বলবি কম, দেখবি সবই মুখ হা করে শুনবিনা একদম! পাল ওড়াবি বাতাস যেদিক মন যা বলে বলুক, জোরেসোরে মারবি তালি চলছে যেমন চলুক! বেকুব বিবেক কভু যদি করে খোচাখুচি, বিবেকটাকে থাপড়ে দিয়ে নিজেই হবি শুচি! সবাই যদি হাসে দেখিস তুইও মেলিস দাঁত, মিলতে পারে পোলাও কোর্মা পাসনা যেথায় ভাত! পাপের তরে কর্ম যেথায় ধর্ম বলে -"অাসি', ছেড়ে দে মন বিবেক ছাড়া ভাব তুই খোদার খাসি! ১৭.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

ভক্ত

Image
-মো: নাজমুল হক যাকে নিয়েই বাঁধি বিশ্বাসের ঘর ভেঙ্গে হয়ে যায় সারা, কাকে অামি করব দায়ী, নিজের নিয়তি ছাড়া? অাপন ভেবে দিন মাস বছর লালন করি বুকে যাকে, সেও ডানা মেলে নতুন দিগন্তে নতুন কোন সুখের ডাকে। অামার মত অামি ঝরে যাই ঝড়া পাতার মত করে, ভুল করে শুধু স্মৃতি ধরে রাখি অসার শুন্যতার ঘোরে। ছোট্র মনের হাজার অাকুতি মাথাকুূটে মরে একা, শতবার করি বিশ্বাস যাকে সে দেয় লাঞ্চনা ধোকা। নাইতো চাওয়া কারো কাছে পাওয়ার অাশাও শেষ, যাচ্ছে জীবন যখন যেমন এটাইতো অাজ বেশ। সুখের অাশায় গলা ফাটিয়ে নিত্য ঝরাই রক্ত, অামি নাহয় হয়ে গেলাম দুঃখ তোমার ভক্ত! ০৩.০১.২০১৮

উৎসর্গ

Image
-- মো: নাজমুল হ অাজ এ দিনে এসেছো তুমি এ ধরণীতলে, ফুল পাখিরা হাসছে বুঝি সেদিন দলে দলে! রাতের অাকাশ ছিল বুঝি তারায় তারায় ভরা, বুড়ো দাদু কাটছিল বুঝি মনের মত ছড়া! মৃদুমন্দ হাওয়ায় বুঝি ছিল পাতায় দোল, ঘরে তোমার ছিল বুঝি অানন্দ হিল্লোল! দুর্বা ঘাসের ডগায় বুঝি মুক্তোদানার মত, তোমার ললাট ভেবে শিশির ঝরছে অবিরত! পুর্ণিমার চাঁদ ছিল বুঝি তোমার চেয়ে ম্লান, গোলাপ জলে করিয়েছিল হয়তো তোমায় স্নান! তোমার এ দিন অাসুক ফিরে হাজার বছর মাস, মহাসুখে থাকো তুমি এ মোর অভিলাষ! তোমার তুল্য দেবার মত নাই মোর কোন অর্ঘ্য, ছিল কিছু শব্দমালা, তাই করলাম উৎসর্গ! ১২.১২.১৮

জীবনের পথে

Image
-মোঃ নাজমুল হক যদি থাকো দুরে মন শুধু পুড়ে ধোঁয়াতো দেখেনা কেউ, অাছড়ে অাছড়ে পড়ে হৃদয়ের তীর জুড়ে শুধু বেদনার ঢেউ। নাই নাই করে তোমায় থাকি ধরে হারাবার ভয় বুকে চেপে, যেওনা কভু সরে কাছ থেকে দুরে পাশে থেকো দুরত্ব না মেপে। দেখে তোমার হাসি স্বর্গ সুখে ভাসি যেন কল্পনার রঙ্গিন রথে, তুমি হীনা বনবাসী দুঃখ জরা রাশি রাশি তোমায় নিয়ে চলি জীবনের পথে। ১০.১২.১৮

মহাবীর

Image
- মো: নাজমুল হক মাছ বাজারে মাছ অাছে মাছির শুধু ঘাটতি, ফরমালিনে চকচকে মাছ তারযে বেজায় কাটতি! বাড়িতে নয় মুরগী পালন ফার্মে চলে ব্যাপক চাষ, ব্রয়লার লেয়ার খেয়েই কাটে দিব্যি সবার বারো মাস। ফল দোকানের চকচকে ফল মুচকি হেসে কয় নে'খা, দুদিন পর পর হসপিটালে যেমন যাচ্ছিস তেমনি যা! চাল ডাল অার তেল লবণে খরচ হয় অার কয় ট্যাকা, নিত্য দিনই ওষুধ কিনতে ফার্মেসিতে যায় দেখা! প্রতিদিনই ঘটতেছে যা ক্যামনে তা দুর্ঘটনা? সড়কে যে লাশের মিছিল সবটা গুজব রটনা! নীতিবাগীশ  রাজা উজির নীতি কথার নাই দেয়াল, পঙ্খীরাজের পিঠেতো নয় মাছের পিঠেই দেই উড়াল। কল্পনাতে সুখেরর পায়রা সবাই উড়ায় দেদারছে, লাগাম টেনে ধরবে এটার "মহাবীর"এমন কে অাছে? ২৪.১১.১৮

অপরাধ

Image
-মো: নাজমুল হক এক জনমের দুর্ভাগ্য যত কিছু নিয়তির কিছু ভুল, প্রতিনিয়ত শোধ করতে হয় সেই ভুলের মাশুল। পেয়েছি যা ভুল করে তা চেয়েছি যা তা নয়, নিয়তির লেখা কোনভাবেই করা গেলনা ক্ষয়। ...

বাঁশির সুর

Image
- মো: নাজমুল হক 'হ্যামিলনের বাঁশিওয়ালা' এলো অাবার ফিরে, ছেলে বুড়ো সবাই নাচছে শুধুই তাকে ঘিরে। এবার সেতো ভিন্ন 'সুরে' বাজায় বাঁশের বাঁশি, 'সুরের' ছন্দে অামরা সবাই দাঁত কেলিয়ে হ...

To you

Image
I pray for you, as if you wear a Crown, You may leave me but I will'nt show frown. With a new joyful world you may tempted, But my straight love to you never distracted. I stay with you both in dark and light, You are unable to stay out of my sight. If you found better happiness except me, In that day I will look at a glance only thee. Rest of the life you will bedew with my wishes, In sleep and dream I think only your face. Where ever you go must come back naturally, Thus I retention you in life cumber eventually. 26.10.18