-- মো: নাজমুল হ অাজ এ দিনে এসেছো তুমি এ ধরণীতলে, ফুল পাখিরা হাসছে বুঝি সেদিন দলে দলে! রাতের অাকাশ ছিল বুঝি তারায় তারায় ভরা, বুড়ো দাদু কাটছিল বুঝি মনের মত ছড়া! মৃদুমন্দ হাওয়ায় বুঝি ছিল পাতায় দোল, ঘরে তোমার ছিল বুঝি অানন্দ হিল্লোল! দুর্বা ঘাসের ডগায় বুঝি মুক্তোদানার মত, তোমার ললাট ভেবে শিশির ঝরছে অবিরত! পুর্ণিমার চাঁদ ছিল বুঝি তোমার চেয়ে ম্লান, গোলাপ জলে করিয়েছিল হয়তো তোমায় স্নান! তোমার এ দিন অাসুক ফিরে হাজার বছর মাস, মহাসুখে থাকো তুমি এ মোর অভিলাষ! তোমার তুল্য দেবার মত নাই মোর কোন অর্ঘ্য, ছিল কিছু শব্দমালা, তাই করলাম উৎসর্গ! ১২.১২.১৮