তুই
তুই অামার সর্ষে ইলিশ
অামন ধানের মুড়ি,
মাঝ অাকাশে বহু রঙ্গের
লাটাই বাঁধা ঘুড়ি।
তোকে নিয়েই জীবন তীরে
কুড়াই প্রেমের নুড়ি,
ভাবিস না তুই ছাড়ব তোকে
হয়ে গেলে বুড়ি।
তুইতো অামার মন বাগিচার
গোলাপ ফুলের কুঁড়ি,
বৃষ্টি ভেজা সন্ধ্যা রাতে
ধোঁয়াটে ডাল-পুরি।
তুইযে অামার ভালবাসার
তলাবিহীন ঝুড়ি,
যতই তোকে দিয়ে গেলাম
জমলোনা এক কড়ি।
তুই-ই অামার মুক্ত অাকাশ
হৃদয় হানা ছুরি,
সারা জীবন রাখিস হাতে
বানিয়ে কাঁচের চুঁড়ি।
০৫.১২.১৬
Comments
Post a Comment