Posts

Showing posts from April, 2019

ফকিরনামা- (পর্ব-৩)

একদিন ফকির বাসায় এসে দরজার বেল বাজালো। বউ দরজা খুলে একটা কয়েন দিল ফকিরের হাতে। ফকির ফেরৎ দিয়ে বলল,-" খালাম্মা ১ টাকা ভিক্ষা নেইনা।" বউ পয়সা কয়েন ফেরৎ নিয়ে বলল-" এটা ১ টাকা না, ৫ টাকার কয়েন!" ফকির বলল,-" তাইলে দেন!" বউ বলল-" যে ফকির পয়সা চিনেনা তারে ভিক্ষা দেইনা!"

মিল খুজে না পাই

-মো: নাজমুল হক বৈশাখ অাসছে নাকি গেছে বুঝিনাতো কিছু, সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু। চৈত্রে দেখি অাষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা, ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা অার সহা। মাঘের শীতে বোঝা যায়না শীত নাকি গরম, পৌষে একটু শীতল বায়ু নয়তো সে অার চরম। অগ্রহায়ণ ম্যারম্যারে ভাব নবান্নের নাই অামেজ, কার্তিক মাসের রৌদ্রে দেখি জৈষ্ঠ মাসের তেজ। অাশ্বিন মাসে দেখিনা অার মাছের ছড়াছড়ি, ভাদ্রমাসে তাল পেকে অার খায়না গড়াগড়ি। শ্রাবণ মাসের অঝোর বৃষ্টি অসময়েই বুঝি, অাষাঢ় মাসে ভারি বর্ষণ পাইনাতো অার খুজি। জৈষ্ঠ মাসের ফলের বাহার হাট বাজারে নাই, ছয়ঋতুর বৈশিষ্ট্যের অার মিল খুঁজে না পাই। ১৩.৪.১৯

অায়

-মো: নাজমুল হক অায়রে অামার নায় শুন্য তরী ভাসছে নদে বেলা বয়ে যায়। থেমে যায় এ জীবনতরী থমকে থাকে জীবন ঘড়ি তুই না থাকলে হায়। খোঁপায় তারার মালা পড়ে চাঁদের সিঁড়ি বেয়ে বেয়ে অায়রে খালি পায়। জলের ছলাৎ ছলাৎ রবে অাসবিরে তুই বলনা কবে বলবি কথা সঙ্গোপনে বসে নিরালায়। তোরই ছবি এঁকে এঁকে হৃদয় জমিন যাচ্ছে ভরে তোকে ছাড়া নিত্য ফিরি বালুকাবেলায়। সদাই করি তোরই ধ্যান হারিয়ে যেন কান্ডজ্ঞান তুইহীনা পৌছে যাচ্ছি জীবন কিনারায়। ০৭.৪.১৯

অক্ষয়

-মো: নাজমুল  হক ধরণী যখন ঘুমের কোলে মিটি মিটি জ্বলে তারা, তখনও অামি তোমায় ভেবে হয়ে থাকি দিশেহারা। কুসুম কোমল সবুজ জমিনে অাঁকি তোমার চাঁদমুখ, তোমার হাসি শোনার তরে সদা থাকি উন্মুখ। সাদা মেঘের ভেলায় দেখি তোমারই মুখচ্ছবি, তোমারই কথা ভাবায় মোরে উঠে যখন নতুন রবি। পুর্ণিমার চাঁদ লজ্জায় লুকায় তোমায় যদি দেখে, নাজানি কত কবি তোমায়- ভেবেই কবিতা লেখে। সময়ের স্রোতে পুরাণো যদি কোনদিন মনেহয়, এমনি করেই মনের মাঝে সেদিনও রবে অক্ষয়। ০২.৪.১৯