অপরাধ
-মো: নাজমুল হক
এক জনমের দুর্ভাগ্য যত
কিছু নিয়তির কিছু ভুল,
প্রতিনিয়ত শোধ করতে হয়
সেই ভুলের মাশুল।
পেয়েছি যা ভুল করে তা
চেয়েছি যা তা নয়,
নিয়তির লেখা কোনভাবেই
করা গেলনা ক্ষয়।
হিসিয়ে উঠে অন্তর্জ্বালা
দ্রোহের অাগুন জ্বলে,
স্বান্ত্বনা খুজি কত ছলনায়
ছলে বলে কৌশলে!
নির্ঘুম রাতে বারান্দায় দাড়িয়ে
অাকাশের তারা দেখা,
বৃথা চেষ্টায় ব্যস্ত সময়
ভাগ্যলিপি পড়ার লেখা।
নেতিবাচক থেকে ইতিবাচক হই
সেটারও ঘটে ইতি,
পা জড়িয়ে যায় নিয়তির জালে
মেলেনাতো নিষ্কৃতি।
হাজার বছরের পুরাণো পৃথিবীর
মাটি ফুঁড়ে নতুন অাশা,
মাথা তুলে দেখে নাই তার ঠাই
পায়না খুঁজে কোন ভাষা।
জন্ম থেকে বাচার পথে
পদে পদে পরাজয়ের স্বাদ,
ভাল না থাকাও কালক্রমে যেন
হয়ে উঠে অপরাধ।
০৫.১১.১৮
Comments
Post a Comment