নিয়তি
অামায় দেখে মুচকি হাসিস
ভাবটা দেখাস ভালবাসিস,
অাসলে তুই কী?
সারাজীবন খাইয়ে গেলি
পান্তাভাতে ঘি!
ভাল হলে সবাই ভক্ত
তোকে বোঝা বড়ই শক্ত,
করছিস খেলা বেশ!
ভাল মন্দের সকল নাটক
তোর সংলাপেই শেষ।
রাজা বানাস মনে মনে
ফকির বানাস সঙ্গোপনে,
তোকে বোঝা দায়!
চরম ব্যাথাও ঘাড় বেকিয়ে
জানিয়ে গেলাম সায়।
সব সাজানো বহু অাগে
কিইবা পড়বে অামার ভাগে
কিইবা হবে গতি?
বলের মত জনমভরে
খেলবিরে নি-য়তি।
২৬.১২.১৬
ভাবটা দেখাস ভালবাসিস,
অাসলে তুই কী?
সারাজীবন খাইয়ে গেলি
পান্তাভাতে ঘি!
ভাল হলে সবাই ভক্ত
তোকে বোঝা বড়ই শক্ত,
করছিস খেলা বেশ!
ভাল মন্দের সকল নাটক
তোর সংলাপেই শেষ।
রাজা বানাস মনে মনে
ফকির বানাস সঙ্গোপনে,
তোকে বোঝা দায়!
চরম ব্যাথাও ঘাড় বেকিয়ে
জানিয়ে গেলাম সায়।
সব সাজানো বহু অাগে
কিইবা পড়বে অামার ভাগে
কিইবা হবে গতি?
বলের মত জনমভরে
খেলবিরে নি-য়তি।
২৬.১২.১৬
Comments
Post a Comment