মহাবীর

- মো: নাজমুল হক
মাছ বাজারে মাছ অাছে
মাছির শুধু ঘাটতি,
ফরমালিনে চকচকে মাছ
তারযে বেজায় কাটতি!
বাড়িতে নয় মুরগী পালন
ফার্মে চলে ব্যাপক চাষ,
ব্রয়লার লেয়ার খেয়েই কাটে
দিব্যি সবার বারো মাস।
ফল দোকানের চকচকে ফল
মুচকি হেসে কয় নে'খা,
দুদিন পর পর হসপিটালে
যেমন যাচ্ছিস তেমনি যা!
চাল ডাল অার তেল লবণে
খরচ হয় অার কয় ট্যাকা,
নিত্য দিনই ওষুধ কিনতে
ফার্মেসিতে যায় দেখা!
প্রতিদিনই ঘটতেছে যা
ক্যামনে তা দুর্ঘটনা?
সড়কে যে লাশের মিছিল
সবটা গুজব রটনা!
নীতিবাগীশ  রাজা উজির
নীতি কথার নাই দেয়াল,
পঙ্খীরাজের পিঠেতো নয়
মাছের পিঠেই দেই উড়াল।
কল্পনাতে সুখেরর পায়রা
সবাই উড়ায় দেদারছে,
লাগাম টেনে ধরবে এটার
"মহাবীর"এমন কে অাছে?
২৪.১১.১৮

Comments

Popular posts from this blog

Out looking is not everything.

অচেনা পথিক