বৃথার কুঞ্জবন
-মো: নাজমুল হক
এক জনমের সাধগো অামার
মিটবেকি এই ভবে?
শুণ্য হাতের অাসা -যাওয়ায়
কারই কিবা হবে!
নতুন দিনও দেখে দেখে
নিত্য হবে সারা,
পশ্চিমেতে মুখ দেখাবে
রাতের সন্ধ্যা তারা।
মরীচিকার পিছুপিছু
ছুটব জনম ভর,
নিজের সুখের তরে অামি
বাঁধব "ভাঙ্গা" ঘর।
সহজ সরল ইচ্ছেগুলো
মরবে মাথাকুূটে,
কান্নার চেয়েও করুণ হাসি
মুখে থাকবে ফুটে।
চেনা মুখের অচেনা সুর
শুনতে হবে শত,
সময় স্রোতে ছুটে চলব
সামনে অবিরত।
যাবার মানুষ অনেক অছে
অাসার মানুষ কম,
সব ভোলাবে "কাল" নিয়তি
ভোলাবে একদম।
রাহুর মত গ্রাস করবে
পরাজয়ের স্বাদ,
ভুলক্রমেই ভেঙ্গে পড়বে
লোনা জলের বাঁধ।
হবেনা ঠাঁই সুখ সাগরে
উড়ব মরুর ধুলোয়,
ছিটেফোঁটা রাতের শিশির
কোমল পরশ বুলোয়।
ক্লান্ত অামি- ক্লান্ত বেশি
দেহের চেয়ে মন,
নিত্য রব শুণ্য ঘরে
বৃথার কুঞ্জবন।
১৬.১২.১৬
Comments
Post a Comment