Posts

Showing posts from February, 2019

তোমার বসন্ত

-মো: নাজমুল  হক তোমার যখন বসন্ত বাহার অামার শ্রাবণ ধারা, তবু বিচরণ তোমার অাকাশে চলেনা তোমায় ছাড়া। হাসাবে বলে কাঁদাও বারবার ধরতে গেলেও ছাড়ো, বুঝিনা এমন নিঠুর খেলা কিভাবে তুমি পারো! তোমার এখন মধুর সময় চলছে ফাগুন মাস, অামার শুধুই ঝড় ঝঞ্ঝা চলছে সর্বনাশ। ভাল থাকো তুমি প্রতিটাক্ষণ অামার চেয়ে ভালো, অামার থাকুক অাঁধার রাত্রি তোমার থাকুক অালো। ২৮.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

ডাকি

-মো: নাজমুল হক সাধ ছিল বড়ই হব সুখী সুখ হলোনা অামার মুখী তাই চলে যাই দুরে, বিষাদ বর্ণে শব্দ লিখি সব হারিয়ে অল্প শিখি দুঃখের অাবাদ বুকের জমিন জুড়ে। দিবানিশি সুখের পিছে ছুটে চলা হয়যে মিছে নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে, জানিনা সুখ কোথায় কিসে সুখের স্বাদটা মিটাই বিষে বুঝিনা এই ঘানি টানার মানে। সুখে ভরা সবার ভুবন হয়নাতো কেউ দুঃখে সুজন, ভাঙ্গা বৈঠায় বেয়ে জীবনতরী, সুখের অাশা দেখি যখন সকল বাজি ধরি তখন সেথাও জোটে দুঃখ দু'হাত ভরি। বুকের মাঝে দেই যারে ঠাঁই সুযোগ বুঝে সেও বলে যাই নিঃস্ব হয়ে একাই পড়ে থাকি, অবুঝ এ মন তাও বলে চাই সু খ ছাড়া মোর নাই গতি নাই বেহায়ার মত তবুও পিছু ডাকি। ১৫.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

নিঃশব্দে

-মো: নাজমুল হক শুণ্যে বেঁধেছিলাম ঘর তাই হলো সে পর, হাজারো ভাঙ্গা স্বপ্ন নিয়ে ঘুরব জনম ভর। কখনো মেঘ কখনো বৃষ্টি সৃষ্টির চেষ্টায় হলো অনাসৃষ্টি, বিষাদে ডুবলো বিশ্বাসের তরী ভাংলো তাসের ঘর। বাঁচতে হাসি বাঁচতে কাঁদি অার নয় মনের সাধাসাধি, খড়কুটোর মত ভেসে রব নাহয় অাসলে জ্বলোচ্ছ্বাস ঝড়। হাসবে সে অাজ বাঁকা হাসি বিশ্বাসে গলায় দিয়ে ফাঁসি, নিঃশব্দে ঝরে যাব পাতার মত জানবেনা বিশ্বচরাচর। ১২.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

জব্দ

-মো: নাজমুল হক অামার এই লেখা পড়া হবেনা তোরতো কোনদিন, নিয়তির জালে অাটকে অনল গিলেছি সীমাহীন। দিন মাস করে বছর যাবে তুই ভাসবি সুখের নায়, অামি ভাসব লোনাজলে নাহয় তোর তাতে কী  অাসে যায়! বনের প্রাণীকেও লালন করলে পোষ মানে কোনদিন, তুই মানলিনা কোনকিছুতে সব যে মোর শ্রীহীন। ভাবিস যদি জুটে ফুসরৎ তোর সুখের মাঝে কভু, যা করেছিস তা কোনদিন ক্ষমা করবেনি প্রভু! গগন বিদারী চিৎকার দিয়ে হয়ে গেলাম অাজ স্তব্ধ, স্বার্থকতা দিলাম তোর অভিপ্রায়ের অামাকে করার জব্দ। ১১.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12