নিঃশব্দে
-মো: নাজমুল হক
শুণ্যে বেঁধেছিলাম ঘর
তাই হলো সে পর,
হাজারো ভাঙ্গা স্বপ্ন নিয়ে
ঘুরব জনম ভর।
কখনো মেঘ কখনো বৃষ্টি
সৃষ্টির চেষ্টায় হলো অনাসৃষ্টি,
বিষাদে ডুবলো বিশ্বাসের তরী
ভাংলো তাসের ঘর।
বাঁচতে হাসি বাঁচতে কাঁদি
অার নয় মনের সাধাসাধি,
খড়কুটোর মত ভেসে রব নাহয়
অাসলে জ্বলোচ্ছ্বাস ঝড়।
হাসবে সে অাজ বাঁকা হাসি
বিশ্বাসে গলায় দিয়ে ফাঁসি,
নিঃশব্দে ঝরে যাব পাতার মত
জানবেনা বিশ্বচরাচর।
১২.০২.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
শুণ্যে বেঁধেছিলাম ঘর
তাই হলো সে পর,
হাজারো ভাঙ্গা স্বপ্ন নিয়ে
ঘুরব জনম ভর।
কখনো মেঘ কখনো বৃষ্টি
সৃষ্টির চেষ্টায় হলো অনাসৃষ্টি,
বিষাদে ডুবলো বিশ্বাসের তরী
ভাংলো তাসের ঘর।
বাঁচতে হাসি বাঁচতে কাঁদি
অার নয় মনের সাধাসাধি,
খড়কুটোর মত ভেসে রব নাহয়
অাসলে জ্বলোচ্ছ্বাস ঝড়।
হাসবে সে অাজ বাঁকা হাসি
বিশ্বাসে গলায় দিয়ে ফাঁসি,
নিঃশব্দে ঝরে যাব পাতার মত
জানবেনা বিশ্বচরাচর।
১২.০২.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
Comments
Post a Comment