Posts

Showing posts from January, 2019

বহুদূর

- মো : নাজমুল হক তোমার বসন্ত বেলায় অামি হবোনা শ্রাবণ মেঘ, টুটি চেপে ধরে রব অবুঝ সব অাবেগ। তোমার সুখের অঙ্গনে হবোনা পুরাণো স্মৃতির ময়লা, বুকের মাঝে বয়ে বেড়াবো গনগনে লাল কয়লা! হাসবে তুমি হাসতে যেমন ফুলের মত করে, অামি বকব অাবোল তাবোল ঘোরে অার বেঘোরে। চাঁদের হাটে পুর্ণিমার চাঁদ হয়ে রবে তুমি, ভাববে অামায় ছিলাম শুধু শুণ্য মরুভুমি। অাকাশ পাতাল ফুঁড়ে পৌছবে তোমার সুখের নহর, ভাববে অামার সবই ছিল তোমার জন্য কহর! গ্রহ নক্ষত্রের কোণায় কোণায় ছড়াক তোমার সুখ সুর, অামি অপাংক্তেয় গেলাম নাহয় দূর থেকেই বহুদূর! ২৬.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

খোদার খাসি

-মো: নাজমুল হক মুখে রাখবি তালা মেরে কথা বলবি কম, দেখবি সবই মুখ হা করে শুনবিনা একদম! পাল ওড়াবি বাতাস যেদিক মন যা বলে বলুক, জোরেসোরে মারবি তালি চলছে যেমন চলুক! বেকুব বিবেক কভু যদি করে খোচাখুচি, বিবেকটাকে থাপড়ে দিয়ে নিজেই হবি শুচি! সবাই যদি হাসে দেখিস তুইও মেলিস দাঁত, মিলতে পারে পোলাও কোর্মা পাসনা যেথায় ভাত! পাপের তরে কর্ম যেথায় ধর্ম বলে -"অাসি', ছেড়ে দে মন বিবেক ছাড়া ভাব তুই খোদার খাসি! ১৭.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

নিরব স্ত্রী

এক ভদ্রলোকঃ আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই। আইনজীবীঃ কারণ কী? ভদ্রলোকঃ আমার বউ আমার সঙ্গে গত ছয় মাস কোনো কথা বলেনি। আইনজীবীঃ ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন। এ রকম নীরব স্ত্রী কিন্তু খুব একটা সহজে পাওয়া যায় না!

ভক্ত

Image
-মো: নাজমুল হক যাকে নিয়েই বাঁধি বিশ্বাসের ঘর ভেঙ্গে হয়ে যায় সারা, কাকে অামি করব দায়ী, নিজের নিয়তি ছাড়া? অাপন ভেবে দিন মাস বছর লালন করি বুকে যাকে, সেও ডানা মেলে নতুন দিগন্তে নতুন কোন সুখের ডাকে। অামার মত অামি ঝরে যাই ঝড়া পাতার মত করে, ভুল করে শুধু স্মৃতি ধরে রাখি অসার শুন্যতার ঘোরে। ছোট্র মনের হাজার অাকুতি মাথাকুূটে মরে একা, শতবার করি বিশ্বাস যাকে সে দেয় লাঞ্চনা ধোকা। নাইতো চাওয়া কারো কাছে পাওয়ার অাশাও শেষ, যাচ্ছে জীবন যখন যেমন এটাইতো অাজ বেশ। সুখের অাশায় গলা ফাটিয়ে নিত্য ঝরাই রক্ত, অামি নাহয় হয়ে গেলাম দুঃখ তোমার ভক্ত! ০৩.০১.২০১৮

ভুল

সাপ্তাহিক বেতনের দিন। চেক পেয়ে কর্মচারী চিৎকার দিয়ে উঠল। : আমাকে কম টাকা দেওয়া হল কেন? : গত সপ্তাহে ভুলে তোমাকে বেশি টাকা দিয়েছিলাম। তখন তো কিছু বল নি। : একটা ভুল নাহয় হয়ে গেছে, কিন্তু পরপর দু’টি ভুল তো আর হতে দিতে পারি না।