ফিরে যাই
জীবনের যত না মেলা অংক
রেখে গেলাম তােমার কাছে,
পারলে মিলিও শুণ্যতা মোর-
মিলিও -অার যা অাছে।
সত্যের পাথরে কথার মালা
ভুল বুঝে গেলে সব,
নিভৃতে থাকি তবুও শুনি
স্মৃতিদের কলরব।
অনেক সুখে অাছো হয়তো
জানতে চাবোনা অার,
চির সুখে থাকো
ভেবে ভেবে মোর নিত্য হাহাকার।
নতুন রবির অালোয় রাঙ্গিয়ে
নিত্য চলো পথ,
অামি নাহয় চলব সেথায়
নিয়ে ভাঙ্গা মনোরথ।
দেখলাম অামি সুনামি সম
তােমার অবিশ্বাস,
নিজেকে মেলে ধরেও মিলল শুধু
বুকচেরা দীর্ঘশ্বাস।
ভাল থেকো তুমি অতীতের চেয়ে
বর্তমানকে ঘিরে,
যেথায় ছিলাম সেথা থেকেই
অামি যাই নাহয় ফিরে।
০৭.১০.১৮
Comments
Post a Comment