চলো
চলো
----------
চলো হে পথিক -একা একা
দিগন্ত রেখা ধরে,
ঝরে পড়ুক সব চাওয়া পাওয়া
শুকনো পাতার মত করে।
যা ছিল তোমার বড়ই সস্তা
মিলেনি এতটুকু দাম,
নিয়তির দেয়া শত লাঞ্ছনা
করে চল প্রণাম।
নরম কোমল স্বপ্ন যত
দিয়ে চল জলাঞ্জলি,
তাচ্ছিল্যের যত শব্দমালা
ভরে নাও অঞ্জলি।
চেয়ে দেখোনা কানে শুনোনা
যা অাছে চারিপাশ,
সুখের চেষ্টায় প্রাণপাত করে
অার নয় সর্বনাশ।
লাল নীল রংয়ে রাঙ্গা দুনিয়ার
মানুষ যে বহুরুপি,
চলো ছায়াকে সঙ্গীনি করে
নিজে নিজে সব যপি।
০৫.৯.১৮
Comments
Post a Comment