শেষ
-মো: নাজমুল হক
প্রকৃতির ঝড়
ভাঙ্গে বাঁধা ঘর
মনের ঝড় দেখেনা কভু কেউ,
শত অব্যক্ত ব্যথা
জেনে -বুঝে সব কথা
না বোঝার ভান করে চলে যায় সেও।
মুখে দেখে হাসি
শুনে পাতার বাঁশি
ভাবে -ভাল অাছি না জানি কত!
নিজেকে মেলে ধরে
ব্যাকুলতা দুচোখ ভরে
মেলে লাঞ্চনা-অভিশাপ শত শত।
বাড়িয়ে দু'হাত
করেছি প্রাণপাত
ধরে রাখা যায়নিতো তারে,
ফাঁকা দৃষ্টি জুড়ে
জোনাকির মত কিছু ঘুরে
শুণ্য হৃদয় মরে শুধু হাহাকারে।
হয়তো এখানেই শেষ
অাছে সুখে অাছে বেশ
ভাল মন্দ জানবোনা কভু,
চাইনা কিছু অার
হারিয়েছি -যা হারাবার
ধৈর্য যেন দাওগো হে প্রভু।
০৬.৯.১৮
Comments
Post a Comment