খোদার খাসি
-মো: নাজমুল হক
মুখে রাখবি তালা মেরে
কথা বলবি কম,
দেখবি সবই মুখ হা করে
শুনবিনা একদম!
পাল ওড়াবি বাতাস যেদিক
মন যা বলে বলুক,
জোরেসোরে মারবি তালি
চলছে যেমন চলুক!
বেকুব বিবেক কভু যদি
করে খোচাখুচি,
বিবেকটাকে থাপড়ে দিয়ে
নিজেই হবি শুচি!
সবাই যদি হাসে দেখিস
তুইও মেলিস দাঁত,
মিলতে পারে পোলাও কোর্মা
পাসনা যেথায় ভাত!
পাপের তরে কর্ম যেথায়
ধর্ম বলে -"অাসি',
ছেড়ে দে মন বিবেক ছাড়া
ভাব তুই খোদার খাসি!
১৭.০১.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
মুখে রাখবি তালা মেরে
কথা বলবি কম,
দেখবি সবই মুখ হা করে
শুনবিনা একদম!
পাল ওড়াবি বাতাস যেদিক
মন যা বলে বলুক,
জোরেসোরে মারবি তালি
চলছে যেমন চলুক!
বেকুব বিবেক কভু যদি
করে খোচাখুচি,
বিবেকটাকে থাপড়ে দিয়ে
নিজেই হবি শুচি!
সবাই যদি হাসে দেখিস
তুইও মেলিস দাঁত,
মিলতে পারে পোলাও কোর্মা
পাসনা যেথায় ভাত!
পাপের তরে কর্ম যেথায়
ধর্ম বলে -"অাসি',
ছেড়ে দে মন বিবেক ছাড়া
ভাব তুই খোদার খাসি!
১৭.০১.১৯
https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12
Comments
Post a Comment