সুখের অাশায়
-মো: নাজমুল হক
সুখের অাশায় ঘুরলাম অামি কত অলিগলি,
সুখের অাশায় কত সময় দিলাম জলাঞ্জলি।
সুখের অাশায় থেকে থেকে হলাম কাষ্ঠ হৃদয়,
সুখের অাশায় ভিতর বাহির করলাম শুধু ক্ষয়।
সুখের অাশায় যে ডালে বসি দেখি সেথা কাঁটা,
সুখের অাশায় ধরার বুকে নিত্য মিছে হাটা।
সুখের অাশায় বেচে থাকি মরার অপেক্ষায়,
সুখের অাশায় অগ্নিপানে নিত্য এ মন ধায়।
সুখের অাশা ত্যাগ করলাম হলাম বনবাসী,
সুখের অাশায় দেখবোনা অার কারও বাঁকা হাসি।
১৩.৯.১৮
Comments
Post a Comment