ঊষর
-মো: নাজমুল হক
যাকেই দিয়েছি যা, তা ভরাতে পারেনি কারও মন,
না পেরেছি যা দিতে তাই হয়েছে অমুল্য ধন।
হেলা অবহেলায় কেটে যায় দিন কেটে যায় কত রাত,
নিত্য অাশায় বুক বেঁধে থাকি পাব রাঙ্গা প্রভাত।
সাদাকালো চোখের রঙ্গিন স্বপ্ন হয়ে যায় ক্রমে ধূসর,
বুকের জমিনের উর্বরতা ক্ষয়ে হয়ে যায় তা ঊষর।
২৮.৮.১৮
Comments
Post a Comment