জুয়ারী
-মো: নাজমুল হক
বাজি ধরেছিলাম বিশ্বাস নিয়ে
গো হারা হেরে গেছে তা,
বাজি ধরেছিলাম স্বপ্ন নিয়ে
ভেঙ্গে গেছে নিয়ে -ছিল যা।
বুকফাটা এক বিদীর্ণ হাহাকার
অাকাশ ছাপিয়ে উড়ে,
তাঁকে কাছে রাখার সকল চেষ্টা
অারও বেশি নিল তাঁরে দুরে।
অার নাই কোন শব্দের মালা
অার নাই লেনাদেনা,
বহু কষ্টের মাশুল দিয়ে
হয়ে গেছে তাঁরে চেনা।
এবার শুধুই মেঘলা অাকাশ
না ঝরা অশ্রুজল,
অনেক দেরিতে ধরা পড়ল
সবই ছিল তাঁর ছল।
ফিরব এবার মরুদ্যানে
ফিরব শুণ্য বাড়ি,
মানুষের কাছে হেরে গিয়ে
অামি হলাম অাজ জুয়ারী।
০৭.৯.১৮
Comments
Post a Comment