ভক্ত
-মো: নাজমুল হক
যাকে নিয়েই বাঁধি বিশ্বাসের ঘর
ভেঙ্গে হয়ে যায় সারা,
কাকে অামি করব দায়ী,
নিজের নিয়তি ছাড়া?
অাপন ভেবে দিন মাস বছর
লালন করি বুকে যাকে,
সেও ডানা মেলে নতুন দিগন্তে
নতুন কোন সুখের ডাকে।
অামার মত অামি ঝরে যাই
ঝড়া পাতার মত করে,
ভুল করে শুধু স্মৃতি ধরে রাখি
অসার শুন্যতার ঘোরে।
ছোট্র মনের হাজার অাকুতি
মাথাকুূটে মরে একা,
শতবার করি বিশ্বাস যাকে
সে দেয় লাঞ্চনা ধোকা।
নাইতো চাওয়া কারো কাছে
পাওয়ার অাশাও শেষ,
যাচ্ছে জীবন যখন যেমন
এটাইতো অাজ বেশ।
সুখের অাশায় গলা ফাটিয়ে
নিত্য ঝরাই রক্ত,
অামি নাহয় হয়ে গেলাম
দুঃখ তোমার ভক্ত!
০৩.০১.২০১৮
যাকে নিয়েই বাঁধি বিশ্বাসের ঘর
ভেঙ্গে হয়ে যায় সারা,
কাকে অামি করব দায়ী,
নিজের নিয়তি ছাড়া?
অাপন ভেবে দিন মাস বছর
লালন করি বুকে যাকে,
সেও ডানা মেলে নতুন দিগন্তে
নতুন কোন সুখের ডাকে।
অামার মত অামি ঝরে যাই
ঝড়া পাতার মত করে,
ভুল করে শুধু স্মৃতি ধরে রাখি
অসার শুন্যতার ঘোরে।
ছোট্র মনের হাজার অাকুতি
মাথাকুূটে মরে একা,
শতবার করি বিশ্বাস যাকে
সে দেয় লাঞ্চনা ধোকা।
নাইতো চাওয়া কারো কাছে
পাওয়ার অাশাও শেষ,
যাচ্ছে জীবন যখন যেমন
এটাইতো অাজ বেশ।
সুখের অাশায় গলা ফাটিয়ে
নিত্য ঝরাই রক্ত,
অামি নাহয় হয়ে গেলাম
দুঃখ তোমার ভক্ত!
০৩.০১.২০১৮
Comments
Post a Comment