চুপ
-মো: নাজমুল হক
কইসনা কথা শুনবো লোকে
নাটের গুরু ভাববে তোকে
মুখে দিয়ে রাখ তালা,
কেউবা ভাববে মিছাই বকে
জেতার অাশায় হুদাই ঠকে
ডাকবে কেউবা শালা।
কালো চশমায় চোখটা ঘিরে
গা ভাসা তুই লোকের ভিড়ে
খুজবেনা অার কেউ,
পারবিনাতো জালটা ছিঁড়ে
মুক্তাঙ্গনে অাসতে ফিরে
নজর বন্দী রাখে সদা যন্ত্র নামে ফেউ।
ভাল থাকবি অন্ধ সেজে
প্রলয়ের ঢাক চলুক বেজে
নাক ডেকে সব ঘুমা,
তেলটা যদি মাখিস লেজে
নাখোশ হয়ে থাকে কে যে
তোষামোদে টিপের মত কপালে পাবি চুমা।
১৮.৮.১৮
Comments
Post a Comment