জীবনের পথে
-মোঃ নাজমুল হক
যদি থাকো দুরে
মন শুধু পুড়ে
ধোঁয়াতো দেখেনা কেউ,
অাছড়ে অাছড়ে পড়ে
হৃদয়ের তীর জুড়ে
শুধু বেদনার ঢেউ।
নাই নাই করে
তোমায় থাকি ধরে
হারাবার ভয় বুকে চেপে,
যেওনা কভু সরে
কাছ থেকে দুরে
পাশে থেকো দুরত্ব না মেপে।
দেখে তোমার হাসি
স্বর্গ সুখে ভাসি
যেন কল্পনার রঙ্গিন রথে,
তুমি হীনা বনবাসী
দুঃখ জরা রাশি রাশি
তোমায় নিয়ে চলি জীবনের পথে।
১০.১২.১৮
যদি থাকো দুরে
মন শুধু পুড়ে
ধোঁয়াতো দেখেনা কেউ,
অাছড়ে অাছড়ে পড়ে
হৃদয়ের তীর জুড়ে
শুধু বেদনার ঢেউ।
নাই নাই করে
তোমায় থাকি ধরে
হারাবার ভয় বুকে চেপে,
যেওনা কভু সরে
কাছ থেকে দুরে
পাশে থেকো দুরত্ব না মেপে।
দেখে তোমার হাসি
স্বর্গ সুখে ভাসি
যেন কল্পনার রঙ্গিন রথে,
তুমি হীনা বনবাসী
দুঃখ জরা রাশি রাশি
তোমায় নিয়ে চলি জীবনের পথে।
১০.১২.১৮
Comments
Post a Comment