তন্ত্র

-মো: নাজমুল হক
"জন্মদিনের ড্রেস" পইরা বাইছি কলা গাছ,
পুটি মাছের খাবার দিয়া ধরছি বোয়াল মাছ।
দেখবা শুনবা বুঝবা সবই করবা বলো কী?
সারা জীবন খাইয়ে যাব পান্তাভাতে ঘি!
নাটের গুরু বল্টুতো নয়,নাটের গুরু অামি,
কথা শুইনা ভাইবোনা ভাই করতেছি বাদরামি।
চার বর্ণের শব্দ একটা ছুঁড়ে দেয়া অাছে,
ভাইবোনা না ভাই উত্তরখানা পাবে অামার কাছে!
অাজব গজব সবই জোটে সে শব্দেরই নেশায়,
চেংড়া বুড়া সবাই লাফায় যাইহোক সে পেশায়!
সে যে বড়ই অম্লমধুর লাভজনক  এক মন্ত্র,
চিনতে হয়তো পারবে সবাই শেষে অাছে "তন্ত্র"
২২.১০.১৮

Comments

Popular posts from this blog

Out looking is not everything.

অচেনা পথিক

মহাবীর