ভাবিসনা
মিলিয়ে দেখলাম সত্যি অামি
নইতো কেউই তোর,
খুজে নিয়েছিস নতুন ভুবন
নিত্য নতুন ভোর।
খোলা অাকাশে ছেড়ে দিলাম
উড়িস মেলে ডানা,
তোকে চিনতে ভুল ছিল মোর
ছিলামযে দিনকানা!
সাঁতার কাটিস রুপ সাগরে
মেলে রঙ্গিন পাখা,
ছাড়ার জন্য ছটফটালে
যায়না ধরে রাখা।
অাজকে হয়তো তৃপ্তির ঢেঁকুর
তুলবি মনের স্বাদে,
তোর সুখেতে অামার মনটা
ভাবিসনা অার কাঁদে।
০৮.৯.১৮
Comments
Post a Comment