বাঁশির সুর
- মো: নাজমুল হক
'হ্যামিলনের বাঁশিওয়ালা' এলো অাবার ফিরে,
ছেলে বুড়ো সবাই নাচছে শুধুই তাকে ঘিরে।
এবার সেতো ভিন্ন 'সুরে' বাজায় বাঁশের বাঁশি,
'সুরের' ছন্দে অামরা সবাই দাঁত কেলিয়ে হাসি।
অালিফ লায়লার হাজার রাত্রির কাহিনীটা ফেল,
নেশার ঘোরে কাটছে সময় দেখো 'সুরের' খেল!
অবিরত 'বাঁশির সুরে' কানতো ঝালাপালা,
সুরটা যে অার ভাল্লাগেনা বলবে সে কোন শালা!
কথার মালায় সাজিয়ে ডালি বসছে অাজব মেলা,
পায়ের নিচে গর্ত রেখে নিত্য নতুন খেলা!
দেখো শুনো বলা নিষেধ 'সুরের' ধারায় ভাসো,
দুচোখ বুঁজে অাকর্ণ সব সুখের হাসি হাসো!
জলে স্থলে মহাশুণ্যে 'বাঁশিওয়ালা' অাছে,
তালে তালে তাল মেলালে প্রিয় সব 'তাঁর' কাছে।
অামার মত বোকাসোকা বুঝি বড়ই কম,
দেখি শুনি হজম করি কথা নয় একদম!
৩০.১০. ১৮
Comments
Post a Comment