অার নয়
-মো: নাজমুল হক
অার নয় হাহাকার
অার নয় হাহুতাশ
কোন অমানুষের জন্য,
অার নয় সাধাসাধি
অার নয় পিছুটান
মনকে ভাবে যে পন্য।
অামার সকল কাজ
ভেবে গেছো নির্লাজ
মুল্য দাওনি কোনদিন,
তবুও থাকলো শুধু
বিষমাখা কিছু মধু
মেটাবো তাই বিষের ঋণ।
সুখের অাশায় দিন গোনা
হবেনা অার হবেনা
নিশ্চিন্তে ভাসাও তোমার তরী,
তোমায় শোনাবোনা অার
অামার নিঃশব্দ হাহাকার
ভুলেও ভেবোনা অামি বাঁচি কিবা মরি।
০৫.০৩.১৯
Comments
Post a Comment