Posts

Life

 Life 1.  Never make yourself completely available.  Make yourself available and people will think you are cheap.  You have no right to cheapen you. 2.  Think twice about doing something free for people.  Most people cannot value selfless things.  If you are good at something, never do it for free. 3.  Love people.  Always try to help people.  Humans cannot do justice properly but Allah can.  He will sometimes give it back to you many times over.  Man gets and forgets.  Allah gives and forgives. 4.  It's okay to love people you love a lot.  But don't waste 100% of yourself.  If something goes wrong when you give it your all, what will you get back up with?  Where do you get the energy?  Leave some love for yourself instead of giving it all.  People lose interest very quickly. Remember these two lines of Syed Haque-- "People are like that, once they get it It seems like pure clay, a seal of gold." 5.  The rights of parents are the highest priority in your life.  Never

চ্যাট জিপিটি কী? এর সুবিধা এবং অসুবিধাসমূহ:

 চ্যাট GPT: চ্যাট GPT কী? চ্যাট জিপিটি একটি উন্নত ভাষার মডেল যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে।  এটি GPT-3.5 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার অর্থ "জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার 3.5।"  GPT-3.5 ইন্টারনেট থেকে প্রচুর পরিমাণে পাঠ্য ডেটার উপর প্রশিক্ষিত এবং মানুষের মতো পাঠ্য প্রতিক্রিয়া বোঝার এবং তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। চ্যাট জিপিটি-এর উদ্দেশ্য হল ব্যবহারকারীদের সাথে কথোপকথনমূলক মিথস্ক্রিয়ায় জড়িত হওয়া, তাদের প্রশ্ন বা বিবৃতিতে তাদের সহায়ক এবং তথ্যপূর্ণ প্রতিক্রিয়া প্রদান করা।  এটি ভার্চুয়াল সহকারী, গ্রাহক সহায়তা সিস্টেম, শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য একটি বহুমুখী টুল তৈরি করে বিস্তৃত বিষয়গুলিতে পাঠ্য বুঝতে এবং তৈরি করতে পারে। চ্যাট জিপিটি বিভিন্ন টেক্সচুয়াল ডেটার উপর তার প্রশিক্ষণের ব্যবহার করে কাজ করে, এটি নিূদেশনা, ভাষার সূক্ষ্মতা এবং প্রাসঙ্গিক ক্যাপচার করার অনুমতি দেয়।  এটি প্রশ্ন, বা বিবৃতি বুঝতে পারে এবং সুসঙ্গত এবং প্রাসঙ্গিকভাবে প্রাসঙ্গিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।  যাইহোক, এটা মনে রাখ

Artificial Intelligence

AI Explained: Definition and Applications AI, or Artificial Intelligence, refers to the development of computer systems that can perform tasks that typically require human intelligence. It involves the creation of algorithms and models that enable computers to mimic cognitive functions such as learning, problem-solving, perception, and decision-making. AI can be broadly classified into two categories: Narrow AI and General AI. Narrow AI, also known as Weak AI, is designed to perform specific tasks within a limited domain. It excels at specialized tasks such as voice recognition, image classification, or playing chess. General AI, on the other hand, refers to AI systems that possess human-level intelligence and can understand, learn, and apply knowledge across a wide range of tasks and domains. General AI aims to mimic human cognitive abilities comprehensively. AI techniques can vary, but some commonly used methods include machine learning, where algorithms are trained on large amoun

History of Bundesliga.

  History of Bundesliga ............ The Bundesliga is the top professional football league in Germany, and it has a rich and storied history. Here's a brief overview of the Bundesliga's history: Formation: The Bundesliga was established on August 24, 1963. It replaced the Oberliga system, which consisted of multiple regional leagues. The new league aimed to create a national professional football competition. Inaugural Season: The first Bundesliga season took place in 1963-1964 with 16 teams. The first-ever Bundesliga goal was scored by Timo Konietzka of Borussia Dortmund. 1. FC Köln became the inaugural champions. Bayern Munich Dominance: Bayern Munich, based in Munich, Bavaria, has been the most successful club in Bundesliga history. They have won the league title a record number of times. Their dominance has been particularly prominent since the 1970s. Multiple Champions: While Bayern Munich has been the most successful, other teams have also enjoyed success. Borussia Dortm

Chat GPT

  Chat GPT Chat GPT: Understanding Chat GPT- What is chat GPT? Chat GPT is an advanced language model developed by OpenAI. It is based on the GPT-3.5 architecture, which stands for "Generative Pre-trained Transformer 3.5." GPT-3.5 is trained on a vast amount of text data from the internet and is designed to understand and generate human-like text responses. The purpose of Chat GPT is to engage in conversational interactions with users, providing them with helpful and informative responses to their queries or statements. It can understand and generate text in a wide range of topics, making it a versatile tool for various applications, including virtual assistants, customer support systems, educational platforms, and more. Chat GPT works by leveraging its training on diverse textual data, allowing it to capture patterns, language nuances, and context. It can understand questions, prompts, or statements and generate coherent and contextually relevant responses. However, it's

ফকিরনামা- (পর্ব-৩)

একদিন ফকির বাসায় এসে দরজার বেল বাজালো। বউ দরজা খুলে একটা কয়েন দিল ফকিরের হাতে। ফকির ফেরৎ দিয়ে বলল,-" খালাম্মা ১ টাকা ভিক্ষা নেইনা।" বউ পয়সা কয়েন ফেরৎ নিয়ে বলল-" এটা ১ টাকা না, ৫ টাকার কয়েন!" ফকির বলল,-" তাইলে দেন!" বউ বলল-" যে ফকির পয়সা চিনেনা তারে ভিক্ষা দেইনা!"

মিল খুজে না পাই

-মো: নাজমুল হক বৈশাখ অাসছে নাকি গেছে বুঝিনাতো কিছু, সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু। চৈত্রে দেখি অাষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা, ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা অার সহা। মাঘের শীতে বোঝা যায়না শীত নাকি গরম, পৌষে একটু শীতল বায়ু নয়তো সে অার চরম। অগ্রহায়ণ ম্যারম্যারে ভাব নবান্নের নাই অামেজ, কার্তিক মাসের রৌদ্রে দেখি জৈষ্ঠ মাসের তেজ। অাশ্বিন মাসে দেখিনা অার মাছের ছড়াছড়ি, ভাদ্রমাসে তাল পেকে অার খায়না গড়াগড়ি। শ্রাবণ মাসের অঝোর বৃষ্টি অসময়েই বুঝি, অাষাঢ় মাসে ভারি বর্ষণ পাইনাতো অার খুজি। জৈষ্ঠ মাসের ফলের বাহার হাট বাজারে নাই, ছয়ঋতুর বৈশিষ্ট্যের অার মিল খুঁজে না পাই। ১৩.৪.১৯

অায়

-মো: নাজমুল হক অায়রে অামার নায় শুন্য তরী ভাসছে নদে বেলা বয়ে যায়। থেমে যায় এ জীবনতরী থমকে থাকে জীবন ঘড়ি তুই না থাকলে হায়। খোঁপায় তারার মালা পড়ে চাঁদের সিঁড়ি বেয়ে বেয়ে অায়রে খালি পায়। জলের ছলাৎ ছলাৎ রবে অাসবিরে তুই বলনা কবে বলবি কথা সঙ্গোপনে বসে নিরালায়। তোরই ছবি এঁকে এঁকে হৃদয় জমিন যাচ্ছে ভরে তোকে ছাড়া নিত্য ফিরি বালুকাবেলায়। সদাই করি তোরই ধ্যান হারিয়ে যেন কান্ডজ্ঞান তুইহীনা পৌছে যাচ্ছি জীবন কিনারায়। ০৭.৪.১৯

অক্ষয়

-মো: নাজমুল  হক ধরণী যখন ঘুমের কোলে মিটি মিটি জ্বলে তারা, তখনও অামি তোমায় ভেবে হয়ে থাকি দিশেহারা। কুসুম কোমল সবুজ জমিনে অাঁকি তোমার চাঁদমুখ, তোমার হাসি শোনার তরে সদা থাকি উন্মুখ। সাদা মেঘের ভেলায় দেখি তোমারই মুখচ্ছবি, তোমারই কথা ভাবায় মোরে উঠে যখন নতুন রবি। পুর্ণিমার চাঁদ লজ্জায় লুকায় তোমায় যদি দেখে, নাজানি কত কবি তোমায়- ভেবেই কবিতা লেখে। সময়ের স্রোতে পুরাণো যদি কোনদিন মনেহয়, এমনি করেই মনের মাঝে সেদিনও রবে অক্ষয়। ০২.৪.১৯

ফকিরনামা- (পর্ব-২)

ফকিরনামা- (পর্ব-২) অামার এক অাত্বীয়র পাশের বাড়িতে এক দিনমজুর ছিল। ছেলেমেয়ের সংখ্যা ছিল ৫/৬ জন। দিনমজুরি করে যা রোজগার করতো তাতে প্রতিদিনের  অাহার জুটতোনা। ঘরে ছিল তার বৃদ্ধ মা।তাকেও ঠিকমত খেতে দিতে পারতোনা। লোকটি হঠাৎ করেই কোন এক অসুখে পরে দুচোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। পরিবারের ছোট ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দেবার মত অারকোন পথ না থাকায় সে ভিক্ষা করা শুরু করে। প্রতিদিনই কোন এক ছেলেকে সাথে নিয়ে তিনি সকাল বেলায় বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে ভিক্ষা করা শুরু করেন। এতে তার রোজগার বেশ ভাল হতে থাকে। ভাঙ্গা ছনের ঘর ১ বছরের মাথায় টিনের ঘরে রুপ নেয়। ছেলেমেয়েরা অার না খেয়েও থাকেনা। ২/৩ বছর পর তিনি মাঠে একটি ডিজেল চালিত সেচ পাম্পও বসালে। ফলাফল- অতি শীঘ্রই তিনি স্বচ্ছল গৃহস্থে পরিণত হন। শুধু তাই না,শরীর স্বাস্থ্য ভাল অার গলার অাওয়াজ বেশি থাকায় শীঘ্রই নিজ এলাকার সমস্ত ফকিরের সর্দার হয়ে যান! অর্থাাৎ, কোন ফকির কোন এলাকায় ভিক্ষা করবে,কোন এলাকার দাওয়াতে কে কে যাবে,হাটবারে কে কোন যায়গায় বসবে সবই তারর সিদ্ধান্ত অনুযায়ী হতো! অামার অাত্বীয় যিনি সম্পর্কে অামার তালই হন, সে একদিন জিজ্ঞেস করলো,"কলিম(ছদ্দ

ফকিরনামা- (পর্ব-১)

অামাদের দেশে গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে ফকির মানে ভিক্ষুক দেখা যায়না এমন যায়গা নাই বললেই চলে। এদের কেউ পেটের দায়ে নিতান্ত অসহায় হয়ে ভিক্ষা করে,কেউ শারীরিক সক্ষমতা থাকা স্বত্বেও সহজ পেশা ভেবে ভিক্ষা করে অাবার কেউ ভিক্ষার মাধ্যমে স্বচ্ছলতা অাসার পরও অায়ের সহজ উৎস ভেবে নেশায় পড়ে ভিক্ষা করে। অামার এই ফকিরনামা নিতান্ত যারা পেটের দায়ে ভিক্ষা করে তাদেরকে নিয়ে নয়। বরং যারা নেশা বা সহজ অায়ের উৎস ভেবে ভিক্ষা করে তাদেরকে নিয়ে।  যদিও বেশ কয়েকটি জেলাকে ভিক্ষুকমুক্ত করার মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। তবে তা কতটা বাস্তবতায়ন হয়েছে, যেকোন মার্কেট বা বাসস্ট্যান্ড- এ মিনিট পাঁচেক দাড়ালেই বোঝা যায়। যাইহোক,যারা শখের বশে ভিক্ষা করে তারা অনেকেই বেশ মজার চরিত্রের হয়। এসব ফকিরেরা বেশ রসিক হয়,এবং এদের কথাবার্তায় বেশ বিনোদনের খোড়াক থাকে।তাদেরই দু'চারটি মজার এবং বাস্তব ঘটনা এই ফকিরনামা-তে পর্বে পর্বে প্রকাশ করব। এক নতুন ফকির না জেনে অারেক ফকিরের বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে বলছে-" দেইনগো চাচীরা এক মুঠ ভিক্ষা দেইন।" নতুন ফকিরের ভিক্ষা চাওয়ার কথা শুনে বাড়িতে থাকা ফকিরের বউ অবাক হয়

দুর

-মো: নাজমুল  হক অামি তোমায় ভালবাসি লক্ষ তারার মত, অালো অাঁধার যতই থাকুক জ্বলব অবিরত। ফুল দেখিনা দেখি তোমায় ফুলের প্রতিরুপ, তোমার মাঝেই হাসি ভাসি তোমাতেই দেই ডুব। তোমার হাসি দেখে হাসি কাঁদতে দেখলে কাঁদি, যতই কর অভিমান তাই মনটা সদাই সাধি। সকাল দুপুর সন্ধ্যা নিশি তোমায় বিভোর রই, কখন তুমি ভাবনাতে নাই পাইনা খুঁজে থই। চৈত্র শ্রাবণ বর্ষা প্লাবন যতই অাসুক ঢেউ, তুমি অামি মিশে রব জানবেনাতো কেউ। ভুবন চলে অাপন তালে সময় বয়ে যায়, তুমি অামি তাকিয়ে দেখি দাড়িয়ে থাকি ঠায়। তোমার অামার জীবন বীণায় বাজুক না যেই সুর, দুরে থেকেও কাছে রব যাবোনা কেউ দুর। ১৪.৩.১৯

নাভিশ্বাস

- মো: নাজমুল  হক বাড়ছে বয়স বাড়ছে পেট ঘরে বাইরে ক্যাট ক্যাট ডাক্তার বলে বাড়ছে ফ্যাট ভাল্লাগেনা অার, কলিগরা কয় হইছে কী পান্তা ভাতে খাবেন ঘি করবেনা কেউ ছি: ছি: বলবে শুধু ছিঁড়ছে মাথায় তার। চৈত্র শ্রাবণ একই ভাব চিল্লাইয়া অার নাই লাভ জুটবে শুধুই অভিশাপ ঢোলের তালে মেলাই শুধু বোল, শুনি "তাঁদের" ফিসফিস হাত পা করে নিশপিশ উচিৎ বললে ঢালবে বিষ মোর নাভিশ্বাস কারও তরে অানন্দহিল্লোল। ০৭.৩.১৯   Funny

Kylie Jenner

Kylie Jenner ------------------------ Kylie Kristen Jenner -an American television personality,model, entrepreneur and socialite. She was born 10 August, in 1997.Her birth place is Los Angeles,of California in USA.Her famous television reality series "Life of Kilie".The eight-part half -hour series premiered on August 6,2017 on the E cable network.The Series ended on September 17,2017.This series brings a lot of kudos for her.Kylie  Jenner is now the youngest self- made billionaire in the world. https://m.dhgate.com/wholesale/weddings-events/c002.html

অার নয়

-মো: নাজমুল হক অার নয় হাহাকার অার নয় হাহুতাশ কোন অমানুষের জন্য, অার নয় সাধাসাধি অার নয় পিছুটান মনকে ভাবে যে পন্য। অামার সকল কাজ ভেবে গেছো নির্লাজ মুল্য দাওনি কোনদিন, তবুও থাকলো শুধু বিষমাখা কিছু মধু মেটাবো তাই বিষের ঋণ। সুখের অাশায় দিন গোনা হবেনা অার হবেনা নিশ্চিন্তে ভাসাও তোমার তরী, তোমায় শোনাবোনা অার অামার নিঃশব্দ হাহাকার ভুলেও ভেবোনা অামি বাঁচি কিবা মরি। ০৫.০৩.১৯

বোকার নম্বর

-মো: নাজমুল  হক বোকা নম্বর এক যে ছোট হয়ে বড়-র সাথে দেয় ঠ্যাক। বোকা নম্বর দুই যার খায়েশ মিটেনা কিনে ভুঁই। বোকা নম্বর তিন যে বড় হয়ে ছোট-র সাথে করে ঋণ। বোকা নম্বর চাইর যে পরের উপকার করতে খায় মাইর। বোকা নম্বর পাঁচ যে ভাগের পুকুরে জিয়ায় মাছ। বোকা নম্বর ছয় যে গোপন কথা পরের কাছে কয়। বোকা নম্বর সাত যে রাগ করে না খায় ভাত। বোকা নম্বর অাট যে ঘরের চাল ফুটো রেখে কিনে খাট। বোকা নম্বর নয় যে গোপন কথা বউয়ের কাছে কয়। বোকা নম্বর দশ যার কথায় নাই রস কস। বোকার নম্বর অারও অাছে সেগুলো বলব শুধু অামার মত বোকার কাছে। (অাংশিক সংগৃহীত কোন এক ক্যাভাসারের কাছ থেকে) ২১.০২.১৯

Grace Beverly Jones

Grace Beverly Jones, a jamaican-American Singer. She is a steriophonic talented lady in the delectation world.She is at a time a supermodel,singer,song writter,record producer and actress. She was born in Spanish town of the Jamaica.Her date of birth 19 May,1948.She came to America from Jamaica when she was 13. Her most famous album is Nightclubbing,Slave to the Rythm,Warm Leatherette, Hurricane,Living My Life.Her only one son Paulo Goude.Spouse Chris Stanely (1989-1991) and Atila Altaunbey(1996-2004). https://m.dhgate.com/wholesale/weddings-events/c002.html

Out looking is not everything.

........... There was Pundit in the village. He was well-versed in all Scriptures. He knew everything, but, he was poor. He did not have a house. He used to get his meals also with great difficulties. Even his clothes were very much worn out. So, the Pundit used to beg for his meals. He went from House-to-House begging. “Please give me alms”. On seeing his old clothes many people were thinking that he is mad. So, saying “Go Away” they shut the door. For many days he did not even eaten. Once somehow he obtained new clothes. A rich man gave those clothes to the Pundit. Wearing those new clothes he went to beg as before. To the very first house he went, the householder said, “Sir, please come in. Please have your food in our house”. Saying thus, with great respect, he took the Pundit inside for food. The Pundit sat down to eat. Varieties of soups, Sweet meals, Vedas, and Sweet foods were served for eating. Having prayed first, the Pundit took a sweetmeat with his hand and began

তোমার বসন্ত

-মো: নাজমুল  হক তোমার যখন বসন্ত বাহার অামার শ্রাবণ ধারা, তবু বিচরণ তোমার অাকাশে চলেনা তোমায় ছাড়া। হাসাবে বলে কাঁদাও বারবার ধরতে গেলেও ছাড়ো, বুঝিনা এমন নিঠুর খেলা কিভাবে তুমি পারো! তোমার এখন মধুর সময় চলছে ফাগুন মাস, অামার শুধুই ঝড় ঝঞ্ঝা চলছে সর্বনাশ। ভাল থাকো তুমি প্রতিটাক্ষণ অামার চেয়ে ভালো, অামার থাকুক অাঁধার রাত্রি তোমার থাকুক অালো। ২৮.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

ডাকি

-মো: নাজমুল হক সাধ ছিল বড়ই হব সুখী সুখ হলোনা অামার মুখী তাই চলে যাই দুরে, বিষাদ বর্ণে শব্দ লিখি সব হারিয়ে অল্প শিখি দুঃখের অাবাদ বুকের জমিন জুড়ে। দিবানিশি সুখের পিছে ছুটে চলা হয়যে মিছে নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে, জানিনা সুখ কোথায় কিসে সুখের স্বাদটা মিটাই বিষে বুঝিনা এই ঘানি টানার মানে। সুখে ভরা সবার ভুবন হয়নাতো কেউ দুঃখে সুজন, ভাঙ্গা বৈঠায় বেয়ে জীবনতরী, সুখের অাশা দেখি যখন সকল বাজি ধরি তখন সেথাও জোটে দুঃখ দু'হাত ভরি। বুকের মাঝে দেই যারে ঠাঁই সুযোগ বুঝে সেও বলে যাই নিঃস্ব হয়ে একাই পড়ে থাকি, অবুঝ এ মন তাও বলে চাই সু খ ছাড়া মোর নাই গতি নাই বেহায়ার মত তবুও পিছু ডাকি। ১৫.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

নিঃশব্দে

-মো: নাজমুল হক শুণ্যে বেঁধেছিলাম ঘর তাই হলো সে পর, হাজারো ভাঙ্গা স্বপ্ন নিয়ে ঘুরব জনম ভর। কখনো মেঘ কখনো বৃষ্টি সৃষ্টির চেষ্টায় হলো অনাসৃষ্টি, বিষাদে ডুবলো বিশ্বাসের তরী ভাংলো তাসের ঘর। বাঁচতে হাসি বাঁচতে কাঁদি অার নয় মনের সাধাসাধি, খড়কুটোর মত ভেসে রব নাহয় অাসলে জ্বলোচ্ছ্বাস ঝড়। হাসবে সে অাজ বাঁকা হাসি বিশ্বাসে গলায় দিয়ে ফাঁসি, নিঃশব্দে ঝরে যাব পাতার মত জানবেনা বিশ্বচরাচর। ১২.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

জব্দ

-মো: নাজমুল হক অামার এই লেখা পড়া হবেনা তোরতো কোনদিন, নিয়তির জালে অাটকে অনল গিলেছি সীমাহীন। দিন মাস করে বছর যাবে তুই ভাসবি সুখের নায়, অামি ভাসব লোনাজলে নাহয় তোর তাতে কী  অাসে যায়! বনের প্রাণীকেও লালন করলে পোষ মানে কোনদিন, তুই মানলিনা কোনকিছুতে সব যে মোর শ্রীহীন। ভাবিস যদি জুটে ফুসরৎ তোর সুখের মাঝে কভু, যা করেছিস তা কোনদিন ক্ষমা করবেনি প্রভু! গগন বিদারী চিৎকার দিয়ে হয়ে গেলাম অাজ স্তব্ধ, স্বার্থকতা দিলাম তোর অভিপ্রায়ের অামাকে করার জব্দ। ১১.০২.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

বহুদূর

- মো : নাজমুল হক তোমার বসন্ত বেলায় অামি হবোনা শ্রাবণ মেঘ, টুটি চেপে ধরে রব অবুঝ সব অাবেগ। তোমার সুখের অঙ্গনে হবোনা পুরাণো স্মৃতির ময়লা, বুকের মাঝে বয়ে বেড়াবো গনগনে লাল কয়লা! হাসবে তুমি হাসতে যেমন ফুলের মত করে, অামি বকব অাবোল তাবোল ঘোরে অার বেঘোরে। চাঁদের হাটে পুর্ণিমার চাঁদ হয়ে রবে তুমি, ভাববে অামায় ছিলাম শুধু শুণ্য মরুভুমি। অাকাশ পাতাল ফুঁড়ে পৌছবে তোমার সুখের নহর, ভাববে অামার সবই ছিল তোমার জন্য কহর! গ্রহ নক্ষত্রের কোণায় কোণায় ছড়াক তোমার সুখ সুর, অামি অপাংক্তেয় গেলাম নাহয় দূর থেকেই বহুদূর! ২৬.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

খোদার খাসি

-মো: নাজমুল হক মুখে রাখবি তালা মেরে কথা বলবি কম, দেখবি সবই মুখ হা করে শুনবিনা একদম! পাল ওড়াবি বাতাস যেদিক মন যা বলে বলুক, জোরেসোরে মারবি তালি চলছে যেমন চলুক! বেকুব বিবেক কভু যদি করে খোচাখুচি, বিবেকটাকে থাপড়ে দিয়ে নিজেই হবি শুচি! সবাই যদি হাসে দেখিস তুইও মেলিস দাঁত, মিলতে পারে পোলাও কোর্মা পাসনা যেথায় ভাত! পাপের তরে কর্ম যেথায় ধর্ম বলে -"অাসি', ছেড়ে দে মন বিবেক ছাড়া ভাব তুই খোদার খাসি! ১৭.০১.১৯ https://mbasic.facebook.com/profile.php?id=100006726281657&refid=12

নিরব স্ত্রী

এক ভদ্রলোকঃ আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই। আইনজীবীঃ কারণ কী? ভদ্রলোকঃ আমার বউ আমার সঙ্গে গত ছয় মাস কোনো কথা বলেনি। আইনজীবীঃ ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন। এ রকম নীরব স্ত্রী কিন্তু খুব একটা সহজে পাওয়া যায় না!

ভক্ত

Image
-মো: নাজমুল হক যাকে নিয়েই বাঁধি বিশ্বাসের ঘর ভেঙ্গে হয়ে যায় সারা, কাকে অামি করব দায়ী, নিজের নিয়তি ছাড়া? অাপন ভেবে দিন মাস বছর লালন করি বুকে যাকে, সেও ডানা মেলে নতুন দিগন্তে নতুন কোন সুখের ডাকে। অামার মত অামি ঝরে যাই ঝড়া পাতার মত করে, ভুল করে শুধু স্মৃতি ধরে রাখি অসার শুন্যতার ঘোরে। ছোট্র মনের হাজার অাকুতি মাথাকুূটে মরে একা, শতবার করি বিশ্বাস যাকে সে দেয় লাঞ্চনা ধোকা। নাইতো চাওয়া কারো কাছে পাওয়ার অাশাও শেষ, যাচ্ছে জীবন যখন যেমন এটাইতো অাজ বেশ। সুখের অাশায় গলা ফাটিয়ে নিত্য ঝরাই রক্ত, অামি নাহয় হয়ে গেলাম দুঃখ তোমার ভক্ত! ০৩.০১.২০১৮

ভুল

সাপ্তাহিক বেতনের দিন। চেক পেয়ে কর্মচারী চিৎকার দিয়ে উঠল। : আমাকে কম টাকা দেওয়া হল কেন? : গত সপ্তাহে ভুলে তোমাকে বেশি টাকা দিয়েছিলাম। তখন তো কিছু বল নি। : একটা ভুল নাহয় হয়ে গেছে, কিন্তু পরপর দু’টি ভুল তো আর হতে দিতে পারি না।

উৎসর্গ

Image
-- মো: নাজমুল হ অাজ এ দিনে এসেছো তুমি এ ধরণীতলে, ফুল পাখিরা হাসছে বুঝি সেদিন দলে দলে! রাতের অাকাশ ছিল বুঝি তারায় তারায় ভরা, বুড়ো দাদু কাটছিল বুঝি মনের মত ছড়া! মৃদুমন্দ হাওয়ায় বুঝি ছিল পাতায় দোল, ঘরে তোমার ছিল বুঝি অানন্দ হিল্লোল! দুর্বা ঘাসের ডগায় বুঝি মুক্তোদানার মত, তোমার ললাট ভেবে শিশির ঝরছে অবিরত! পুর্ণিমার চাঁদ ছিল বুঝি তোমার চেয়ে ম্লান, গোলাপ জলে করিয়েছিল হয়তো তোমায় স্নান! তোমার এ দিন অাসুক ফিরে হাজার বছর মাস, মহাসুখে থাকো তুমি এ মোর অভিলাষ! তোমার তুল্য দেবার মত নাই মোর কোন অর্ঘ্য, ছিল কিছু শব্দমালা, তাই করলাম উৎসর্গ! ১২.১২.১৮

জীবনের পথে

Image
-মোঃ নাজমুল হক যদি থাকো দুরে মন শুধু পুড়ে ধোঁয়াতো দেখেনা কেউ, অাছড়ে অাছড়ে পড়ে হৃদয়ের তীর জুড়ে শুধু বেদনার ঢেউ। নাই নাই করে তোমায় থাকি ধরে হারাবার ভয় বুকে চেপে, যেওনা কভু সরে কাছ থেকে দুরে পাশে থেকো দুরত্ব না মেপে। দেখে তোমার হাসি স্বর্গ সুখে ভাসি যেন কল্পনার রঙ্গিন রথে, তুমি হীনা বনবাসী দুঃখ জরা রাশি রাশি তোমায় নিয়ে চলি জীবনের পথে। ১০.১২.১৮

মিথ্যাবাদী

প্রতিদিন অফিসে দেরি করে আসে জোনস আর এসেই একটা না একটা অজুহাত দিয়ে পার পেয়ে যায়। একদিন তার বস প্রচন্ড রেগে গেল। সে ঘোসণা দিল-জোনস আমি অনেক সহ্য করেছি, আর না। আজকে তোমাকে বলতে হবে কেন তুমি দেরি করে এসেছ আর আজও যদি তুমি কোনো মিথ্যা বলার চেষ্টা কর তবে আজই তোমার চাকরির শেষ দিন। জোনস জলদি বলা শুরু করল- : আজ সকালে সব কিছুই কেমন জট পেকে যাচ্ছিল স্যার … আমি ড্রাইভিং জানি না, আমার স্ত্রীই আমাকে রোজ অফিসে নামিয়ে দিয়ে যায়, কিন্তু আজ সে উঠতে দেরি করল, আমি নিচে অপেক্ষা করছিলাম দশ মিনিট পর সে যখন রেডি হয়ে গ্যারেজে গেল তখন দেখল পেছনের চাকা পাংচার হয়ে গেছে। আমি বাধ্য হয়ে বাস ধরলাম কিন্তু পথে হঠাৎ কোথা থেকে গডজিলা এসে উপস্থিত। সে আমাদের বাস উল্টে দিল। ভাগ্যিস তার পাশেই ছিল এয়ারপোর্ট। আমি দৌড়ে একটি জেট বিমান ধরলাম। কিন্তু মাঝ আকাশে গিয়ে সেটার ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন সুপারম্যান এসে আমাদের উড়িয়ে নিয়ে চলতে লাগল … এতটুকু যেতেই প্রচন্ড রাগে ফেটে পড়লেন বস- ‘মিথ্যাবাদী। বেরিয়ে যাও আমার অফিস থেকে … মহিলারা কখনো দশ মিনিটে রেডি হতে পাররে!!"

বিবাহিত হবার সুফল

এক অফিসের বস কেবল বিবাহিত লোকদেরই নিয়োগ দেন। একদিন তাঁর বউ তাঁকে জিজ্ঞেস করল, ‘তুমি কেবল বিবাহিতদেরই নিয়োগ দাও কেন?’ স্বামী বললেন, ‘কারণ তারা সহজে বাসায় যেতে চায় না, ধমক সহ্য করে আর মুখ বন্ধ রাখতে জানে।’

মহাবীর

Image
- মো: নাজমুল হক মাছ বাজারে মাছ অাছে মাছির শুধু ঘাটতি, ফরমালিনে চকচকে মাছ তারযে বেজায় কাটতি! বাড়িতে নয় মুরগী পালন ফার্মে চলে ব্যাপক চাষ, ব্রয়লার লেয়ার খেয়েই কাটে দিব্যি সবার বারো মাস। ফল দোকানের চকচকে ফল মুচকি হেসে কয় নে'খা, দুদিন পর পর হসপিটালে যেমন যাচ্ছিস তেমনি যা! চাল ডাল অার তেল লবণে খরচ হয় অার কয় ট্যাকা, নিত্য দিনই ওষুধ কিনতে ফার্মেসিতে যায় দেখা! প্রতিদিনই ঘটতেছে যা ক্যামনে তা দুর্ঘটনা? সড়কে যে লাশের মিছিল সবটা গুজব রটনা! নীতিবাগীশ  রাজা উজির নীতি কথার নাই দেয়াল, পঙ্খীরাজের পিঠেতো নয় মাছের পিঠেই দেই উড়াল। কল্পনাতে সুখেরর পায়রা সবাই উড়ায় দেদারছে, লাগাম টেনে ধরবে এটার "মহাবীর"এমন কে অাছে? ২৪.১১.১৮

অপরাধ

Image
-মো: নাজমুল হক এক জনমের দুর্ভাগ্য যত কিছু নিয়তির কিছু ভুল, প্রতিনিয়ত শোধ করতে হয় সেই ভুলের মাশুল। পেয়েছি যা ভুল করে তা চেয়েছি যা তা নয়, নিয়তির লেখা কোনভাবেই করা গেলনা ক্ষয়। হিসিয়ে উঠে অন্তর্জ্বালা দ্রোহের অাগুন জ্বলে, স্বান্ত্বনা খুজি কত ছলনায় ছলে বলে কৌশলে! নির্ঘুম রাতে বারান্দায় দাড়িয়ে অাকাশের তারা দেখা, বৃথা চেষ্টায় ব্যস্ত সময় ভাগ্যলিপি পড়ার লেখা। নেতিবাচক থেকে ইতিবাচক হই সেটারও ঘটে ইতি, পা জড়িয়ে যায় নিয়তির জালে মেলেনাতো নিষ্কৃতি। হাজার বছরের পুরাণো পৃথিবীর মাটি ফুঁড়ে নতুন অাশা, মাথা তুলে দেখে নাই তার ঠাই পায়না খুঁজে কোন ভাষা। জন্ম থেকে বাচার পথে পদে পদে পরাজয়ের স্বাদ, ভাল না থাকাও কালক্রমে যেন হয়ে উঠে অপরাধ। ০৫.১১.১৮

বাঁশির সুর

Image
- মো: নাজমুল হক 'হ্যামিলনের বাঁশিওয়ালা' এলো অাবার ফিরে, ছেলে বুড়ো সবাই নাচছে শুধুই তাকে ঘিরে। এবার সেতো ভিন্ন 'সুরে' বাজায় বাঁশের বাঁশি, 'সুরের' ছন্দে অামরা সবাই দাঁত কেলিয়ে হাসি। অালিফ লায়লার হাজার রাত্রির কাহিনীটা ফেল, নেশার ঘোরে কাটছে সময় দেখো 'সুরের' খেল! অবিরত 'বাঁশির সুরে' কানতো ঝালাপালা, সুরটা যে অার ভাল্লাগেনা বলবে সে কোন শালা! কথার মালায় সাজিয়ে ডালি বসছে অাজব মেলা, পায়ের নিচে গর্ত রেখে নিত্য নতুন খেলা! দেখো শুনো বলা নিষেধ 'সুরের' ধারায় ভাসো, দুচোখ বুঁজে অাকর্ণ সব সুখের হাসি হাসো! জলে স্থলে মহাশুণ্যে 'বাঁশিওয়ালা' অাছে, তালে তালে তাল মেলালে প্রিয় সব 'তাঁর' কাছে। অামার মত বোকাসোকা বুঝি বড়ই কম, দেখি শুনি হজম করি কথা নয় একদম! ৩০.১০. ১৮

To you

Image
I pray for you, as if you wear a Crown, You may leave me but I will'nt show frown. With a new joyful world you may tempted, But my straight love to you never distracted. I stay with you both in dark and light, You are unable to stay out of my sight. If you found better happiness except me, In that day I will look at a glance only thee. Rest of the life you will bedew with my wishes, In sleep and dream I think only your face. Where ever you go must come back naturally, Thus I retention you in life cumber eventually. 26.10.18

তন্ত্র

Image
-মো: নাজমুল হক "জন্মদিনের ড্রেস" পইরা বাইছি কলা গাছ, পুটি মাছের খাবার দিয়া ধরছি বোয়াল মাছ। দেখবা শুনবা বুঝবা সবই করবা বলো কী? সারা জীবন খাইয়ে যাব পান্তাভাতে ঘি! নাটের গুরু বল্টুতো নয়,নাটের গুরু অামি, কথা শুইনা ভাইবোনা ভাই করতেছি বাদরামি। চার বর্ণের শব্দ একটা ছুঁড়ে দেয়া অাছে, ভাইবোনা না ভাই উত্তরখানা পাবে অামার কাছে! অাজব গজব সবই জোটে সে শব্দেরই নেশায়, চেংড়া বুড়া সবাই লাফায় যাইহোক সে পেশায়! সে যে বড়ই অম্লমধুর লাভজনক  এক মন্ত্র, চিনতে হয়তো পারবে সবাই শেষে অাছে "তন্ত্র" ২২.১০.১৮

ফিরে যাই

Image
জীবনের যত না মেলা অংক রেখে গেলাম তােমার কাছে, পারলে মিলিও শুণ্যতা মোর- মিলিও -অার যা অাছে। সত্যের পাথরে কথার মালা ভুল বুঝে গেলে সব, নিভৃতে থাকি তবুও শুনি স্মৃতিদের কলরব। অনেক সুখে অাছো হয়তো জানতে চাবোনা অার, চির সুখে থাকো ভেবে ভেবে মোর নিত্য হাহাকার। নতুন রবির অালোয় রাঙ্গিয়ে নিত্য চলো পথ, অামি নাহয় চলব সেথায় নিয়ে ভাঙ্গা মনোরথ। দেখলাম অামি সুনামি সম তােমার অবিশ্বাস, নিজেকে মেলে ধরেও মিলল শুধু বুকচেরা দীর্ঘশ্বাস। ভাল থেকো তুমি অতীতের চেয়ে বর্তমানকে ঘিরে, যেথায় ছিলাম সেথা থেকেই অামি যাই নাহয় ফিরে। ০৭.১০.১৮

এক'পা দু'পা করে হাটি

Image
মো: নাজমুল হক অামিতো নরাধম ফেলছি কদম চলছি নিরাশার পানে, চকিতে দাড়াই কোন অাশা ছাড়াই শুনে কারও সুর গানে। ভুল সবই বুঝি তবুও খুঁজি পিছু ডাকে নাকি কেউ, হঠাৎ চেয়ে দেখি সত্যিই একি! অাছে মোর ছায়ার ফেউ। অাবারও চলি অযথাই বলি নিজের কথা নিজেরই সাথে, ধূলিমাখা পথে ভাঙ্গা মনোরথে দ্বিপ্রহর নিশি প্রাতে। ভেবেছিলাম যা ছিলোনাতো তা কোনকালে মোর দ্বারে, নাইতো অার কিছু নেবে মোর পিছু তাই গেল সব ছাড়ে। প্রকৃতিই চায় এ অাত্বা যেন পায় ধরণীর যত তরল গরল, তাইতো যুঝিনা কোন কিছু খুঁজিনা চলছি নিরাশার পথ সরল। অাঁকি পদচিহ্ন করে নোংরা ছিন্ন পবিত্র এ ধরার মাটি, শুণ্য হাতে তাই তবুও এগিয়ে যাই এক'পা দু'পা করে হাটি। ২১.৯.১৮

সুখের অাশায়

Image
-মো: নাজমুল হক সুখের অাশায় ঘুরলাম অামি কত অলিগলি, সুখের অাশায় কত সময় দিলাম জলাঞ্জলি। সুখের অাশায় থেকে থেকে হলাম কাষ্ঠ হৃদয়, সুখের অাশায় ভিতর বাহির করলাম শুধু ক্ষয়। সুখের অাশায় যে ডালে বসি দেখি সেথা কাঁটা, সুখের অাশায় ধরার বুকে নিত্য মিছে হাটা। সুখের অাশায় বেচে থাকি মরার অপেক্ষায়, সুখের অাশায় অগ্নিপানে নিত্য এ মন ধায়। সুখের অাশা ত্যাগ করলাম হলাম বনবাসী, সুখের অাশায় দেখবোনা অার কারও বাঁকা হাসি। ১৩.৯.১৮

ভাবিসনা

Image
মিলিয়ে দেখলাম সত্যি অামি নইতো কেউই তোর, খুজে নিয়েছিস নতুন ভুবন নিত্য নতুন ভোর। খোলা অাকাশে ছেড়ে দিলাম উড়িস মেলে ডানা, তোকে চিনতে ভুল ছিল মোর ছিলামযে দিনকানা! সাঁতার কাটিস রুপ সাগরে মেলে রঙ্গিন পাখা, ছাড়ার জন্য ছটফটালে যায়না ধরে রাখা। অাজকে হয়তো তৃপ্তির ঢেঁকুর তুলবি মনের স্বাদে, তোর সুখেতে অামার মনটা ভাবিসনা অার কাঁদে। ০৮.৯.১৮

জুয়ারী

Image
-মো: নাজমুল  হক বাজি ধরেছিলাম বিশ্বাস নিয়ে গো হারা হেরে গেছে তা, বাজি ধরেছিলাম স্বপ্ন নিয়ে ভেঙ্গে গেছে নিয়ে -ছিল যা। বুকফাটা এক বিদীর্ণ হাহাকার অাকাশ ছাপিয়ে উড়ে, তাঁকে কাছে রাখার সকল চেষ্টা অারও বেশি নিল তাঁরে দুরে। অার নাই কোন শব্দের মালা অার নাই লেনাদেনা, বহু কষ্টের মাশুল দিয়ে হয়ে গেছে তাঁরে চেনা। এবার শুধুই মেঘলা অাকাশ না ঝরা অশ্রুজল, অনেক দেরিতে ধরা পড়ল সবই ছিল তাঁর ছল। ফিরব এবার মরুদ্যানে ফিরব শুণ্য বাড়ি, মানুষের কাছে হেরে গিয়ে অামি হলাম অাজ জুয়ারী। ০৭.৯.১৮

শেষ

Image
-মো: নাজমুল হক প্রকৃতির ঝড় ভাঙ্গে বাঁধা ঘর মনের ঝড় দেখেনা কভু কেউ, শত অব্যক্ত ব্যথা জেনে -বুঝে সব কথা না বোঝার ভান করে চলে যায় সেও। মুখে দেখে হাসি শুনে পাতার বাঁশি ভাবে -ভাল অাছি না জানি কত! নিজেকে মেলে ধরে ব্যাকুলতা দুচোখ ভরে মেলে লাঞ্চনা-অভিশাপ শত শত। বাড়িয়ে দু'হাত করেছি প্রাণপাত ধরে রাখা যায়নিতো তারে, ফাঁকা দৃষ্টি জুড়ে জোনাকির মত কিছু ঘুরে শুণ্য হৃদয় মরে শুধু হাহাকারে। হয়তো এখানেই শেষ অাছে সুখে অাছে বেশ ভাল মন্দ জানবোনা কভু, চাইনা কিছু অার হারিয়েছি -যা হারাবার ধৈর্য যেন দাওগো হে প্রভু। ০৬.৯.১৮

চলো

চলো ---------- চলো হে পথিক -একা একা দিগন্ত রেখা ধরে, ঝরে পড়ুক সব চাওয়া পাওয়া শুকনো পাতার মত করে। যা ছিল তোমার বড়ই সস্তা মিলেনি এতটুকু দাম, নিয়তির দেয়া শত লাঞ্ছনা করে চল প্রণাম। নরম কোমল স্বপ্ন যত দিয়ে চল জলাঞ্জলি, তাচ্ছিল্যের যত শব্দমালা ভরে নাও অঞ্জলি। চেয়ে দেখোনা কানে শুনোনা যা অাছে চারিপাশ, সুখের চেষ্টায় প্রাণপাত করে অার নয় সর্বনাশ। লাল নীল রংয়ে রাঙ্গা দুনিয়ার মানুষ যে বহুরুপি, চলো ছায়াকে সঙ্গীনি করে নিজে নিজে সব যপি। ০৫.৯.১৮

তুই

Image
তুই অামার সর্ষে ইলিশ অামন ধানের মুড়ি, মাঝ অাকাশে বহু রঙ্গের লাটাই বাঁধা ঘুড়ি। তোকে নিয়েই জীবন তীরে কুড়াই প্রেমের নুড়ি, ভাবিস না তুই ছাড়ব তোকে হয়ে গেলে বুড়ি। তুইতো অামার মন বাগিচার গোলাপ ফুলের কুঁড়ি, বৃষ্টি ভেজা সন্ধ্যা রাতে ধোঁয়াটে ডাল-পুরি। তুইযে অামার ভালবাসার তলাবিহীন ঝুড়ি, যতই তোকে দিয়ে গেলাম জমলোনা এক কড়ি। তুই-ই অামার মুক্ত অাকাশ হৃদয় হানা ছুরি, সারা জীবন রাখিস হাতে বানিয়ে কাঁচের চুঁড়ি। ০৫.১২.১৬

দড়ি চুরি

জেলখানায় সদ্য কয়েদিকে জেলার জিজ্ঞেস করলেন, কী অপরাধে তুমি এখানে এসেছ? - এক টুকরো, ধরুন এই হাত চারেকের মতো দড়ি চুরির অপরাধে। - এক টুকরো দড়ি চুরির অপরাধে তোমার এক বছরের জেল হয়ে গেল! এ হতে পারে না। - দড়ির মাথায় একটা গরু অবশ্য বাঁধা ছিল!

ঈদের কেনাকাটা

বিচারক: আপনার অপরাধ? অভিযুক্ত ব্যক্তি: আমি আমার ঈদের কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম। বিচারক: কতখানি আগে? অভিযুক্ত ব্যক্তি: দোকান খোলার আগে।

তিন অাসামি

তিন অপরাধীকে পাঁচ বছরের জন্য কারাভোগের শাস্তি দেওয়া হয়েছে। বিচারক সদয় হয়ে তাদের একটা সুযোগ করে দিলেন। জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারবে। প্রথম অপরাধী সঙ্গে নিল একটা খাতা আর কলম। দ্বিতীয়জন সঙ্গে নিল একটা রেডিও। আর তৃতীয়জন নিল এক বাক্স সিগারেট। পাঁচ বছর পর প্রথমজন যখন বেরিয়ে এল, তখন দেখা গেল, জেলখানায় তার সময় ভালোই কেটেছে। জেলের জীবন নিয়ে সে একটা উপন্যাস লিখে ফেলেছে। দ্বিতীয়জনও আছে বেশ ফুরফুরে মেজাজে। জেলখানায় গান শুনে তার চমৎকার সময় কেটেছে। তৃতীয়জন বেরিয়ে এল বিধ্বস্ত অবস্থায়। চুল উসকোখুসকো, উন্মাদপ্রায় দশা। বাক্সভর্তি সিগারেট হাতে নিয়ে সে কাতরস্বরে বলল, ‘কারও কাছে একটা দেশলাই হবে?’

পলাতক অাসামি

দুই কয়েদি পালিয়েছে জেল থেকে। আবার যখন তাদের আটক করা হলো, কারারক্ষক প্রশ্ন করলেন, ‘তোমরা জেল থেকে পালিয়েছিলে কেন?’ ১ম কয়েদি: কারণ, জেলখানার খাবার খুবই জঘন্য। খাওয়া যায় না। কারারক্ষক: কিন্তু তোমরা জেলের তালা ভাঙলে কী দিয়ে? ২য় কয়েদি: সকালের নাশতার রুটি দিয়ে!

A WITTY REPLY

Rahul was a sharp and intelligent boy. One day, his father got back from his office and called him in a harsh tone. Rahul got frightened and came immediately. He thought, "Dad just arrived from his office. Why is he calling me so harshly? Is he angry with me?" Father said in a rough tone, "Coincidentally, I met your teacher and she told me that everyday you reach school late. Why?" Rahul thought for a while and said, "I'm not responsible for anything. They ring the school bell before I reach the school." Father praised Rahul for such a witty answer, but asked him to reach the school on time.