অক্ষয়
-মো: নাজমুল হক
ধরণী যখন ঘুমের কোলে
মিটি মিটি জ্বলে তারা,
তখনও অামি তোমায় ভেবে
হয়ে থাকি দিশেহারা।
কুসুম কোমল সবুজ জমিনে
অাঁকি তোমার চাঁদমুখ,
তোমার হাসি শোনার তরে
সদা থাকি উন্মুখ।
সাদা মেঘের ভেলায় দেখি
তোমারই মুখচ্ছবি,
তোমারই কথা ভাবায় মোরে
উঠে যখন নতুন রবি।
পুর্ণিমার চাঁদ লজ্জায় লুকায়
তোমায় যদি দেখে,
নাজানি কত কবি তোমায়-
ভেবেই কবিতা লেখে।
সময়ের স্রোতে পুরাণো যদি
কোনদিন মনেহয়,
এমনি করেই মনের মাঝে
সেদিনও রবে অক্ষয়।
০২.৪.১৯
Comments
Post a Comment