অায়
-মো: নাজমুল হক
অায়রে অামার নায়
শুন্য তরী ভাসছে নদে
বেলা বয়ে যায়।
থেমে যায় এ জীবনতরী
থমকে থাকে জীবন ঘড়ি
তুই না থাকলে হায়।
খোঁপায় তারার মালা পড়ে
চাঁদের সিঁড়ি বেয়ে বেয়ে
অায়রে খালি পায়।
জলের ছলাৎ ছলাৎ রবে
অাসবিরে তুই বলনা কবে
বলবি কথা সঙ্গোপনে বসে নিরালায়।
তোরই ছবি এঁকে এঁকে
হৃদয় জমিন যাচ্ছে ভরে
তোকে ছাড়া নিত্য ফিরি বালুকাবেলায়।
সদাই করি তোরই ধ্যান
হারিয়ে যেন কান্ডজ্ঞান
তুইহীনা পৌছে যাচ্ছি জীবন কিনারায়।
০৭.৪.১৯
Comments
Post a Comment