অচেনা পথিক
অচেনা পথিকের পদধ্বনি শুনি
একলা পথে হাটে,
থামেনা কোথাও ক্ষণিকের তরে
সূর্য নামে পাটে।
অাধাঁর ঘনাচ্ছে জন মানবহীন
ধুঁধুঁ ফাকা মাঠে,
কেউ তাঁর অাজ অপেক্ষায় নেই
তাকিয়ে? বাটে।
ভিতর বাহির শুণ্য পথিক
বিকায়েছে ভব হাটে,
নোঙ্গর ছিড়েছে প্রতিবার তার
যতবার ঘেঁষেছে ঘাটে।
কত বসন্ত পিছু হটেছে
মিছে কিছু বিভ্রাটে,
রাহুর থাবায় পুর্ণিমার চাঁদ
চৌচির হয়ে ফাটে।
অশ্রুতো তার দেখেনি কেউ
মিশেছে বৃষ্টির ছাটে,
পুরাণো কিছু স্মৃতির পাতায়
পথিকের প্রহর কাটে।
১৪.৪.১৭
একলা পথে হাটে,
থামেনা কোথাও ক্ষণিকের তরে
সূর্য নামে পাটে।
অাধাঁর ঘনাচ্ছে জন মানবহীন
ধুঁধুঁ ফাকা মাঠে,
কেউ তাঁর অাজ অপেক্ষায় নেই
তাকিয়ে? বাটে।
ভিতর বাহির শুণ্য পথিক
বিকায়েছে ভব হাটে,
নোঙ্গর ছিড়েছে প্রতিবার তার
যতবার ঘেঁষেছে ঘাটে।
কত বসন্ত পিছু হটেছে
মিছে কিছু বিভ্রাটে,
রাহুর থাবায় পুর্ণিমার চাঁদ
চৌচির হয়ে ফাটে।
অশ্রুতো তার দেখেনি কেউ
মিশেছে বৃষ্টির ছাটে,
পুরাণো কিছু স্মৃতির পাতায়
পথিকের প্রহর কাটে।
১৪.৪.১৭
Comments
Post a Comment