শাড়ি Vs গরু

-মো: নাজমুল হক
বৈশাখের পড়ন্ত দুপুর। চারিদিকে খা খা রোদ।  এক কাপড়ের ফেরিওয়ালা এক গ্রাম থেকে অারেক গ্রামে শাড়ি কাপড় বিক্রির জন্য মাঠের মাঝ দিয়ে যাচ্ছিল। প্রখর রোদের মাঝে এক বয়স্ক লোক পাট ক্ষেতে নিড়ানি দিচ্ছিল। ফেরিওয়ালাকে দেখে বয়স্ক লোকটি ডাক দিয়ে বলল," ও ভাইস্তা,বিড়ি অাছেনি তোমার কাছে?থাকলে বহো একটু,একটা বিড়ি খাওয়াইয়া যাও। " ফেরিওয়ালা বলল,"হ, চাচা বিড়ি অাছে। " ফেরিওয়ালা কাপড়ের গাট্টি মাথা থেকে নামিয়ে ক্ষেতের অাইলে বসে দুজনই বিড়ি ধরিয়ে টানতে লাগলো।বিড়ি টানার ফাকে লোকটি জিজ্ঞেস করলো "তোমার গাট্টিতে কীগো ভাইস্তা? কী বেচো তুমি?" ফেরিওয়ালা বলল,"চাচা,অামি শাড়ি কাপড় বেচিগো।" বয়স্ক লোকটি বলল,-"ভাইস্তা তোমার চাচী কয়দিন ধইরা কাপড় কাপড় করতাছে,অাও যাই, অামার বাড়িত।" ফেরিওয়ালা তাঁর গাট্টি মাথায় নিয়ে  বয়স্ক লোকটির পিছু পিছু হাটা ধরল। বয়স্ক লোকটি ফেরিওয়ালাকে বাড়িতে নিয়ে বাহির বাড়ি গাছ তলায় টুলের উপর বসতে দিল এবং কাপড় বের করে দেখাতে বলল। ফেরিওয়ালা তাঁর কাপড়ের গাট্টি খুলে বেশ কয়েকটা কাপড় দেখালো। বয়স্ক লোকটি ২ টি কাপড় পছন্দ করে বাড়ির ভিতর নিয়ে গেল স্ত্রীকে দেখাতে। লোকটির স্ত্রী ১ টি কাপড় পছন্দ করে দরদাম করতে বলল। লোকটি ফেরিওয়ালার কাছে এসে স্ত্রীর পছন্দ করা কাপড়টি দেখিয়ে বলল," ভাইস্তা,এই কাপড়ডার দাম কত পড়ব?" ফেরিওয়ালা বলল," চাচা,চাচীর পছন্দ খুব বালা,এটা খুব টেকসই কাপড়। রংও টিকবো বহুদিন। কইতে পারেন চাচীর কাল এই এক কাপড়েই কাইটা যাব। দাম পড়ব সাড়ে তিন হাজার ট্যাকা।!"বয়স্ক লোকটি ছিল বেশ রসিক এবং সেকেলে। জিনিস পত্রের সাম্প্রতিক  দাম বৃদ্ধির বিষয়টা তিনি জানতেননা। সে ভেবেছে ফেরিওয়ালা তাঁর সাথে ফাজলামি করছে। তাই লোকটি কিছু না বলে কাছেই গাছের সাথে বেঁধে রাখা গরুর রশি খুলে এনে ফেরিওয়ালার হাতে রশি ধরিয়ে দিয়ে বলল," ভাইস্তা,সাড়ে তিন অাজার ট্যাকায় জিন্দিগীতে কাপড়তো কিনি নাই,এতো ট্যাকাও অামার নাই। তুমি বরং এই গরু নিয়া কাপড়ডা তোমার চাচীরে দিয়া যাও! " ফেরিওয়ালা র তখন টাস্কি খাবার মত অবস্থা! বলল,"চাচা অামার কাপড়ও বেচোন লাগবোনা,অাপনের গরুও নেওয়া লাগবোনা!" বলেই ফেরিওয়ালা তাঁর কাপড়ের গাট্টি মাথায় নিয়ে অন্যদিকে হাটা ধরল!
০৯.৮.১৮

Comments

Popular posts from this blog

Out looking is not everything.

কুবুদ্ধি

Honesty Traits