অভিমান
-মো: নাজমুল হক
কিছু ব্যথা কিছু কথার হয়না কোথাও স্থান,
কিছু মানুষ বুঝতে দেয়না বোবা অভিমান।
কিছু সময় পাথর চাপা দিয়ে থাকে বুকে,
কিছু স্মৃতি মলিন হয়ে হয়ে শুকায় ধুঁকে ধুঁকে।
কিছু মানুষ বুঝেও করে না বোঝারই ভান,
কিছু মানুষ একাকীত্বেই খুজে পরিত্রাণ।
কিছু মানুষ পাশে থেকেও থাকে অচেনা,
কিছু মানুষ দুরে সরতে শোধায় লেনাদেনা।
কিছু মানুষ তিঁলে তিঁলে নিজকে করে ক্ষয়,
কিছু মানুষ হার মেনে দেয় প্রিয়জনকে জয়।
কিছু মানুষ ভাগ্যের হাতে খেয়ে চলে মার,
বোঝেনা কেউ সেই অভিমান বোবা কান্না যার।
০৮.৮.১৮
কিছু মানুষ বুঝতে দেয়না বোবা অভিমান।
কিছু সময় পাথর চাপা দিয়ে থাকে বুকে,
কিছু স্মৃতি মলিন হয়ে হয়ে শুকায় ধুঁকে ধুঁকে।
কিছু মানুষ বুঝেও করে না বোঝারই ভান,
কিছু মানুষ একাকীত্বেই খুজে পরিত্রাণ।
কিছু মানুষ পাশে থেকেও থাকে অচেনা,
কিছু মানুষ দুরে সরতে শোধায় লেনাদেনা।
কিছু মানুষ তিঁলে তিঁলে নিজকে করে ক্ষয়,
কিছু মানুষ হার মেনে দেয় প্রিয়জনকে জয়।
কিছু মানুষ ভাগ্যের হাতে খেয়ে চলে মার,
বোঝেনা কেউ সেই অভিমান বোবা কান্না যার।
০৮.৮.১৮
Comments
Post a Comment