ঢেউ
মরীচিকার পিছে ছুটে অামি অাজকে বড়ই ক্লান্ত,
সুমেরু কুমেরু এ ধরণীর ঘুরলাম সব প্রান্ত।
ধরা দিলোনা সুখ মায়াবিনী কারণতো অজানা,
টুটি চেপে অাছে নিয়তি অামার সত্য বলতে মানা।
অদেখা কতদাগ বুকেতে জমা দেখেনি কভু কেউ,
জীবন সৈকতে অাছড়ে পড়ল কত সুনামির ঢেউ।
লোনাজলে মিশে শুকালো কত স্মৃতির ভাঙ্গা নুড়ি
ঝরে গেছেযে সবার অগোচরে কত না ফোটা কুঁড়ি।
হাসিতে লুকাই হাজারো ব্যথা বুঝেনা কভু কেউ,
উথাল পাথাল জীবন সমুদ্রে ভাসিয়ে নেয় মোরে ঢেউ।
০৬.৮.১৮
সুমেরু কুমেরু এ ধরণীর ঘুরলাম সব প্রান্ত।
ধরা দিলোনা সুখ মায়াবিনী কারণতো অজানা,
টুটি চেপে অাছে নিয়তি অামার সত্য বলতে মানা।
অদেখা কতদাগ বুকেতে জমা দেখেনি কভু কেউ,
জীবন সৈকতে অাছড়ে পড়ল কত সুনামির ঢেউ।
লোনাজলে মিশে শুকালো কত স্মৃতির ভাঙ্গা নুড়ি
ঝরে গেছেযে সবার অগোচরে কত না ফোটা কুঁড়ি।
হাসিতে লুকাই হাজারো ব্যথা বুঝেনা কভু কেউ,
উথাল পাথাল জীবন সমুদ্রে ভাসিয়ে নেয় মোরে ঢেউ।
০৬.৮.১৮
Comments
Post a Comment