রক্ত ঝরাই নিরন্তর
অামি তিলে তিলে শুধু নিজেকে করেছি ক্ষয়,
বারবার নিজে হেরে গিয়ে প্রতাড়ককে দিয়েছি জয়।
অামি স্বপ্নের রংয়ে বেধেছি কুঁড়ে ঘর,
অাপন করার শত চেষ্টাই তাকে করেছে পর।
অামি পিরামিড ভেবে তাসের ঘরে করেছি বসবাস,
অবহেলাতে ভেঙ্গে গিয়ে তা করেছে সর্বনাশ।
অামি অাধপোড়া মনে নিজের অজান্তেই জ্বেলেছি অগ্নি,
দগ্ধ হতে ভাঙ্গা হৃদয় নিজেই করেছি শুধু লগ্নি।
অামি ঘরের অাশায় যাযাবর হয়ে ঘুরেছি মরু প্রান্তর,
কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে রক্ত ঝড়াই নিরন্তর।
০৫.৮.১৮
বারবার নিজে হেরে গিয়ে প্রতাড়ককে দিয়েছি জয়।
অামি স্বপ্নের রংয়ে বেধেছি কুঁড়ে ঘর,
অাপন করার শত চেষ্টাই তাকে করেছে পর।
অামি পিরামিড ভেবে তাসের ঘরে করেছি বসবাস,
অবহেলাতে ভেঙ্গে গিয়ে তা করেছে সর্বনাশ।
অামি অাধপোড়া মনে নিজের অজান্তেই জ্বেলেছি অগ্নি,
দগ্ধ হতে ভাঙ্গা হৃদয় নিজেই করেছি শুধু লগ্নি।
অামি ঘরের অাশায় যাযাবর হয়ে ঘুরেছি মরু প্রান্তর,
কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে রক্ত ঝড়াই নিরন্তর।
০৫.৮.১৮
Comments
Post a Comment