কল্পনারই ঘোরে
তোমারই মাঝে খুজি পৃথিবীর রুপ রস সুখ গন্ধ,
তোমাকেই জানাই না বলা যত অামার ভাল মন্দ।
তোমারই তরে নিশিদিন অামি হয়ে থাকি উন্মুখ,
অামার হয়েই থেকো তুমি হইয়োনা বিমুখ।
কাজের ভিড়ে ভাঙ্গা নীড়ে তোমার ছবি অাঁকি,
যা দেখছো শব্দের মাঝে নাইতো তাতে ফাকি।
তোমার স্মৃতি কানায় ভরা মনের দু'কূল,
ভুল বুঝে পায়ে পিষোনা অামার দেয়া ফুল।
হাজার বছরের চেনা যেন তোমার ও মুখখানি,
তুমিই মনের মন ময়ুরী তুমিই অামার রাণী।
অামি হয়তো তোমার কাছে তুচ্ছ কোন লোক,
বাঁধবো তবুও তোমায় নিয়ে ভালবাসার শ্লোক।
যেথায় থাকো ভাল থেকো মনেরেখো মোরে,
তোমায় ভেবেই কাটে সময় কল্পনারই ঘোরে।
১৮.৮.১৮
তোমাকেই জানাই না বলা যত অামার ভাল মন্দ।
তোমারই তরে নিশিদিন অামি হয়ে থাকি উন্মুখ,
অামার হয়েই থেকো তুমি হইয়োনা বিমুখ।
কাজের ভিড়ে ভাঙ্গা নীড়ে তোমার ছবি অাঁকি,
যা দেখছো শব্দের মাঝে নাইতো তাতে ফাকি।
তোমার স্মৃতি কানায় ভরা মনের দু'কূল,
ভুল বুঝে পায়ে পিষোনা অামার দেয়া ফুল।
হাজার বছরের চেনা যেন তোমার ও মুখখানি,
তুমিই মনের মন ময়ুরী তুমিই অামার রাণী।
অামি হয়তো তোমার কাছে তুচ্ছ কোন লোক,
বাঁধবো তবুও তোমায় নিয়ে ভালবাসার শ্লোক।
যেথায় থাকো ভাল থেকো মনেরেখো মোরে,
তোমায় ভেবেই কাটে সময় কল্পনারই ঘোরে।
১৮.৮.১৮
Comments
Post a Comment