মুখে তুলি ভুঁড়ভুঁড়ি
-মো: নাজমুল হক
বউয়ের চেয়ে শালী ভাল
ভাইয়ের চেয়ে দুলাভাই,
পেটটা যদিও পুরাই ভরা,
চোখে শুধু খাই খাই।
অামের চেয়ে অাটি মজা
ছোট বড় সবাই কয়,
মিথ্যা বলে জোরেশোরে
সত্য বলতেই লাগে ভয়।
খালি কলসী বাজে বেশি
ভরা কলসী ভারেই শেষ,
নাটের গুরু অাড়াল থেকে
শিষ্য দিয়াই চালায় বেশ।
চকচকে সব পোশাক পড়া
বাইরে থেকে বোঝা দায়,
তরল গরল সবই চলে
শিকড়সুদ্ধ ফলও খায়।
ভাবের চেয়ে ভঙ্গি বেশি
সাজগোজে সব ফটিকচাঁদ,
ধরাছোঁয়ার বাইরে থেকে
নিত্য তারাই পাতে ফাঁদ।
রংয়ের ভুবন রংয়ের মানুষ
রঙ্গিন কথার ফুলঝুড়ি,
স্তুুতি বাক্যে সবাই ফুলে
মুখে তুলে ভুঁড়ভুঁড়ি।
১৩.৩.১৭
ভাইয়ের চেয়ে দুলাভাই,
পেটটা যদিও পুরাই ভরা,
চোখে শুধু খাই খাই।
অামের চেয়ে অাটি মজা
ছোট বড় সবাই কয়,
মিথ্যা বলে জোরেশোরে
সত্য বলতেই লাগে ভয়।
খালি কলসী বাজে বেশি
ভরা কলসী ভারেই শেষ,
নাটের গুরু অাড়াল থেকে
শিষ্য দিয়াই চালায় বেশ।
চকচকে সব পোশাক পড়া
বাইরে থেকে বোঝা দায়,
তরল গরল সবই চলে
শিকড়সুদ্ধ ফলও খায়।
ভাবের চেয়ে ভঙ্গি বেশি
সাজগোজে সব ফটিকচাঁদ,
ধরাছোঁয়ার বাইরে থেকে
নিত্য তারাই পাতে ফাঁদ।
রংয়ের ভুবন রংয়ের মানুষ
রঙ্গিন কথার ফুলঝুড়ি,
স্তুুতি বাক্যে সবাই ফুলে
মুখে তুলে ভুঁড়ভুঁড়ি।
১৩.৩.১৭
Comments
Post a Comment