স্বপ্ন- জগৎ
-মো: নাজমুল হক
তোমায় নিয়ে নির্বাসনে যাব কোন দ্বীপে,
নারিকেলের ছায়ায় বসে মাছ ধরব ছিপে।
পাহাড় ঘেরা কুঁড়ে ঘরে রাধবে তুমি ভাত,
দু'বেলা পেট ভরার তরে করব যে প্রাণপাত।
হব নাহয় কৃষক অামি ফসল বুনব মাঠে,
ফেরার পথটি চেয়ে থাকবে সুর্য নামলে পাটে।
হাঁস মুরগী পুষবে তুমি বাড়ির উঠান জুড়ে,
সদা থাকব তোমায় ঘিরে তোমার অন্তঃপুরে।
সুর্যডোবা দেখব দুজন সাগর পাড়ে বসে,
অাধাঁর রাতে অাকাশ দেখব তারা পড়ছে খসে।
কুপির অালোয় ঘরের দাওয়ায় দুজন বসে খাব,
ঝিরিঝিরি মিস্টি বাতাস সকাল দুপুর পাব।
এ যে অামার স্বপ্ন জগৎ শুধুই তোমায় ঘিরে,
যে ভুবনেই হারাও তুমি এসো অাবার ফিরে।
১৩.৭.১৮
নারিকেলের ছায়ায় বসে মাছ ধরব ছিপে।
পাহাড় ঘেরা কুঁড়ে ঘরে রাধবে তুমি ভাত,
দু'বেলা পেট ভরার তরে করব যে প্রাণপাত।
হব নাহয় কৃষক অামি ফসল বুনব মাঠে,
ফেরার পথটি চেয়ে থাকবে সুর্য নামলে পাটে।
হাঁস মুরগী পুষবে তুমি বাড়ির উঠান জুড়ে,
সদা থাকব তোমায় ঘিরে তোমার অন্তঃপুরে।
সুর্যডোবা দেখব দুজন সাগর পাড়ে বসে,
অাধাঁর রাতে অাকাশ দেখব তারা পড়ছে খসে।
কুপির অালোয় ঘরের দাওয়ায় দুজন বসে খাব,
ঝিরিঝিরি মিস্টি বাতাস সকাল দুপুর পাব।
এ যে অামার স্বপ্ন জগৎ শুধুই তোমায় ঘিরে,
যে ভুবনেই হারাও তুমি এসো অাবার ফিরে।
১৩.৭.১৮
Comments
Post a Comment