নাইতো কোন শেষ
-মো: নাজমুল হক
অাকাশ জমিনের এমন মিতালি কে দেখেছো ভাই,
সোনার বাংলা ছাড়া বুঝি এমনটা অার নাই।
সোনার রংয়ে রাঙ্গিয়ে দিয়ে নিত্য উঠে রবি,
সোনার মত মানুষগুলো যেন অাঁকা ছবি!
তাল পাতার ঐ ফাঁকে ফাঁকে বাবুই বাঁধে বাসা,
সবুজ মাঠ অার গাছ গাছালি মনে জাগায় অাশা।
মাঠের পরে মাঠগুলো যেন বুকের প্রতিরুপ,
এমন দেশটা ভালবাসি-ভালবাসি খুব।
ঘরের দাওয়ায় গাছের ছায়ায় পল্লী গানের সুর,
উদাস করে মনটাকে যেন নেয় সে অসীম দূর।
এমন দেশটা বাংলা ছাড়া পাবেনাতো কেউ,
ভাবলে বুকের মধ্যিখানে ছলকে উঠে ঢেউ।
ভাল মন্দের মিশেল মোরা বাঙ্গালি এক জাত,
অাজও মোদের নিত্য খাবার মাছ কিবা ডাল ভাত।
অার কি অাছে জানিনা তা অাবেগ যে বুক ভরা,
এদেশ ছেড়ে দুরে থাকলে বুকে চলে খরা।
ভালবাসি অাকাশ বাতাস ভালবাসি দেশ,
স্বার্থহীন এ ভালবাসার নাইতো কোন শেষ।
৩০.৭.১৮
অাকাশ জমিনের এমন মিতালি কে দেখেছো ভাই,
সোনার বাংলা ছাড়া বুঝি এমনটা অার নাই।
সোনার রংয়ে রাঙ্গিয়ে দিয়ে নিত্য উঠে রবি,
সোনার মত মানুষগুলো যেন অাঁকা ছবি!
তাল পাতার ঐ ফাঁকে ফাঁকে বাবুই বাঁধে বাসা,
সবুজ মাঠ অার গাছ গাছালি মনে জাগায় অাশা।
মাঠের পরে মাঠগুলো যেন বুকের প্রতিরুপ,
এমন দেশটা ভালবাসি-ভালবাসি খুব।
ঘরের দাওয়ায় গাছের ছায়ায় পল্লী গানের সুর,
উদাস করে মনটাকে যেন নেয় সে অসীম দূর।
এমন দেশটা বাংলা ছাড়া পাবেনাতো কেউ,
ভাবলে বুকের মধ্যিখানে ছলকে উঠে ঢেউ।
ভাল মন্দের মিশেল মোরা বাঙ্গালি এক জাত,
অাজও মোদের নিত্য খাবার মাছ কিবা ডাল ভাত।
অার কি অাছে জানিনা তা অাবেগ যে বুক ভরা,
এদেশ ছেড়ে দুরে থাকলে বুকে চলে খরা।
ভালবাসি অাকাশ বাতাস ভালবাসি দেশ,
স্বার্থহীন এ ভালবাসার নাইতো কোন শেষ।
৩০.৭.১৮
Comments
Post a Comment